Bangla NewsPhoto galleryHealth photos Health Tips For Winter: Your hands and feet often get cold in winter Try this home remedy check detail in Photos
শুধুমাত্র হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে! ঘরেই রয়েছে মুক্তির নানা উপায়
Health Tips For Winter: শীতকালে ঠান্ডা লাগবে এটাই তো স্বাভাবিক! এমনটা অনেকেরই মনে হতে পারে। কিন্তু অনেকেই আছেন, শীতকালে যাঁদের অন্য সমস্যা হয়। গায়ে গরম পোশাক চাপালেও সমস্যা শুধু হাত ও পা। শরীরের তুলনায় হাত এবং পা অতিরিক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে? এই সমস্যা থেকে মুক্তির উপায় কিন্তু ঘরেই রয়েছে। আপনারও যদি এই সমস্যা থাকে, চেষ্টা করে দেখতে পারেন এই পন্থাগুলি অনুসরণের।