
শরীরে রক্তচাপ বেড়ে গেলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। চোখে মুখে এর লক্ষণ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। উচ্চ রক্তচাপের সঙ্গে ধমনীর সরাসরি সংযোগ রয়েছে।

ধমনীর প্রধান কাজ শরীরের রক্ত নিয়ন্ত্রণ করা। যখন এটি পাতলা হয়ে যায়, তখন মানুষের হৃৎপিণ্ডকে রক্ত পাম্প করতে অনেক পরিশ্রম করতে হয়। যার কারণে শিরায় চাপ বেড়ে যায়।

তবে অনেক সময় টেস্ট না করিয়েও বোঝা যায় শরীরে উচ্চ রক্তচাপ দেখা দিয়েছে। WebMD-এর রিপোর্ট অনুযায়ী, মাথা ঘোরা, নার্ভাসনেস, ঘাম, অনিদ্রা উচ্চ রক্তচাপের প্রাথমিক লক্ষণ হতে পারে।


'আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন'-এর মতে, চোখের লাল রং এবং রক্তের দাগের চেহারাকে সাবকনজাংটিভাল হেমোরেজ বলা যেতে পারে।

এটি উচ্চ রক্তচাপের একটি সতর্কতা সংকেত হিসেবে ধরা হয়। সময়মতো তার চিকিৎসা না করলে পরবর্তীকালে আরও অনেক সমস্যা দেখা দিতে পারে।

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস রোগীদের চোখের রঙও কখনও কখনও লাল হয়। আর উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রেও এই লক্ষণগুলো দেখা যায়। ফলে এটি উভয় রোগেরই সাধারণ উপসর্গ।

মুখ লাল হওয়া থেকে চোখ লাল হওয়া উচ্চ রক্তচাপের প্রাথমিক লক্ষণ হতে পারে। মুখের রক্তনালীগুলো পাতলা হয়ে গেলে ফেস ফ্লাশিং হয়। তাই এই সব কিছু লক্ষ্য করলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।