সমানে গলা খুসখুস করলে বাড়িতেই বানান এই সিরাপ, টেনে বের করে আনবে সব কফ
Homemade Cough Syrup: দীর্ঘদিন ধরে কাশি হয়েই চলেছে। কিছুতেই কমছে না। অনেক কিছু খেয়ে দেখেছেন। অনেক ওষুধও খেয়েছেন। কিন্তু কিছুতেই লাভের লাভ হয়নি। তাহলে উপায় কী?
1 / 8
দীর্ঘদিন ধরে কাশি হয়েই চলেছে। কিছুতেই কমছে না। অনেক কিছু খেয়ে দেখেছেন। অনেক ওষুধও খেয়েছেন। কিন্তু কিছুতেই লাভের লাভ হয়নি। তাহলে উপায় কী?
2 / 8
কাশি কমাতে আপনি বাড়িতেই একটি সিরাপ তৈরি করে নিতে পারেন। এতে অনেক উপকার পাবেন। আর এই সিরাপ তৈরি হবে আপনার রান্নাঘরের কিছু উপাদান দিয়েই।
3 / 8
এই সিরাপ তৈরি করার জন্য আপনার প্রয়োজন লবঙ্গ এবং মধু। এই সিরাপ বানানোর জন্য প্রথমে একটি প্যান গরম করুন। এবার ৫-৬টি লবঙ্গ মৃদু আঁচে ২ মিনিট ভাজুন।
4 / 8
এরপর এই লবঙ্গগুলো পিষে নিন। এই মিশ্রণটি এক চামচ মধুতে দিয়ে দিন এবং ভালভাবে মেশান। ঠাণ্ডা বা গলা ব্যথা হলে এই মিশ্রণটি দিনে ২-৩ বার খেতে পারেন।
5 / 8
যদি এমন খেতে ভাল না লাগে। তাহলে হালকা গরম জলেও এক চামচ গুলে নিয়ে খেতে পারেন। এতেও অনেক উপকার পাবেন। তার সঙ্গে গলা ব্যথাও কমবে।
6 / 8
লবঙ্গে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য পাওয়া যায়। আর এই সব উপাদানই আপনার শরীরকে সুস্থ্য রাখতে সাহায্য করে।
7 / 8
এই সিরাপ যে কোনও ধরনের কাশি কমাতে পারে। শুধু যে ঠান্ডা লেগেই কাশি হয়, তা একেবারেই নয়।
8 / 8
অনেক সময় অ্যালার্জির কারণেও এমনটা হতে পারে। সেই সব কাশিও কমিয়ে দেয় এই সিরাপ।