রাতে ঘুম নেই? মানসিক রোগে আক্রান্ত নন তো! এই ৫ উপসর্গ দেখলেই সাবধান…
Signs Of Depression: মানসিক শান্তি হারিয়ে ফেলেছেন? একটুতেই খিটখিটে হয়ে পড়ছেন? কথায় কথায় রেগে যাচ্ছেন। এমনকি বেশিরভাগ সময়টাই মন খারাপ রয়েছে। এমনটা হচ্ছে? কারণটা কখনও ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? অফিসের কাজের চাপ সবাইকেই কমবেশি মানসিকভাবে বিধ্বস্ত করেছে। ফলে মানসিক শান্তি হারিয়েছেন অনেকেই।