সঙ্গীর প্রতি কমছে আকর্ষণ, যৌন উত্তেজনার দফারফা করে এই ৫ রোগ
Health Tips: শুধুমাত্র মানসিক চাপই নয়, আপনার শরীরে থাকা অনেক রোগই সঙ্গীর প্রতি আকর্ষণ কমাতে পারে। আর তা কখন আরও বেড়ে যাবে, আপনি ধরতেই পারবেন না। অনেক শারীরিক সমস্যা রয়েছে, যার জন্য নারী এবং পুরুষের মধ্যে যৌন জীবনে সমস্যার সৃষ্টি হয়। কমতে থাকে কাছের মানুষের প্রতি সমস্ত তাগিদ।
1 / 8
শুধুমাত্র মানসিক চাপই নয়, আপনার শরীরে থাকা অনেক রোগই সঙ্গীর প্রতি আকর্ষণ কমাতে পারে। আর তা কখন আরও বেড়ে যাবে, আপনি ধরতেই পারবেন না।
2 / 8
অনেক শারীরিক সমস্যা রয়েছে, যার জন্য নারী এবং পুরুষের মধ্যে যৌন জীবনে সমস্যার সৃষ্টি হয়। কমতে থাকে কাছের মানুষের প্রতি সমস্ত তাগিদ।
3 / 8
আর সেই সব রোগ সম্পর্কেই আপনাকে আজ জানানো হবে, যাতে আপনি প্রথমেই সচেতন হতে পারেন। তাই যাতে যৌন জীবনে ভাটা না পড়ে, তাই আগে থেকেই জেনে নিন।
4 / 8
তালিকার প্রথমেই আছে ডায়াবেটিস। এই রোগে আক্রান্ত নারী এবং পুরুষ উভয়ই যৌন অক্ষমতায় ভোগেন। ধীরে ধীরে সেই সমস্যা আরও বাড়তে থাকে।
5 / 8
তারপরেই আসে আর্থারাইটিসের সমস্যা। এর ব্যথায় মানুষের শরীরের নড়াচড়ার ক্ষমতা কমে যায়। চেপে বসে ক্লান্তি। ফলে সঙ্গমের ইচ্ছেই চলে যায়।
6 / 8
মানসিক স্বাস্থ্য ভাল না থাকলে কোনও কাজে ঠিকমতো মন বসে না। শেষে সময় মেকাপ করতে গিয়ে তাড়াহুড়ো করতে হয়। আর তাড়াহুড়ো করলেই সমস্ত কাজে ভুল হয়। এমনকি ব্যক্তিত্বের উপরেও প্রভাব পড়ে
7 / 8
সার্ভিকাল ক্যানসার থেকে ইউটেরিন সারকোমাও জরায়ু ক্যান্সারের ভেদ। জরায়ু ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলি জানা থাকলে এবং প্রথম থেকে সচেতন হলে বিপদ এড়ানো সম্ভব। এই রোগের প্রাথমিক উপসর্গগুলি জেনে নিন
8 / 8
মানসিক অবসাদে ভুগলেও সঙ্গীর প্রতি টান কমতে থাকে। ফলে মানসিক সমস্যা যৌন সম্পর্কের উপরেও মারাত্মক প্রভাব ফেলে। সঙ্গমের ইচ্ছে একেবারেই চলে যায় একটা সময় পরে।