পিরিয়ড শেষ হতে না হতেই সঙ্গম, প্রেগন্যান্ট হবেন না তো! আসল সত্যিটা কী?
Pregnancy Tips: সবে পিরিয়ড শেষ হয়েছে, আর বিছানায় পার্টনারের সঙ্গে লাগামছাড়া সঙ্গমে মত্ত আপনি। এদিকে কন্ডোম রাখতেও ভুলে গিয়েছেন। ব্যস, তখনই বুকটা ধরাস করে উঠল। এদিকে প্রেগনেন্সি প্ল্যানও করেননি। তাহলে তাহলে উপায় কী? গর্ভনিরোধক ট্যাবলেট খাওয়া? একেবারেই নয়। অযথা গর্ভনিরোধক ট্যাবলেট খাবেন না, এতে প্রচুর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।