Hearing Problem: কান ভারী লাগছে? কান গরম হয়ে যাচ্ছে? হেডফোন ব্যবহার করে চরম বিপদ ডেকে আনছেন না তো!

Hearing Problem: একেবারে ছোট শিশুর ক্ষেত্রে কোনও অস্বাভাবিকত্ব দেখলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কানে সমস্যা হলে খোঁচাখুঁচি করবেন না। এতে কানে ট্রমা হতে পারে।

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 04, 2025 | 12:49 PM

1 / 7
ক্রমাগত হেডফোনের ব্যবহার নিঃশব্দে বধির করে দিচ্ছে। এমনটাই বলছেন চিকিৎসকেরা।  আজকাল বিভিন্ন পেশার জন্য বাধ্য হয়ে অথবা ফোনে প্রবল নেশার জন্য ইয়ারফোন সকলে ব্যবহার করেন।

ক্রমাগত হেডফোনের ব্যবহার নিঃশব্দে বধির করে দিচ্ছে। এমনটাই বলছেন চিকিৎসকেরা। আজকাল বিভিন্ন পেশার জন্য বাধ্য হয়ে অথবা ফোনে প্রবল নেশার জন্য ইয়ারফোন সকলে ব্যবহার করেন।

2 / 7
কোন ইয়ারফোন ব্যবহার করা যাবে? এই প্রশ্নের উত্তরে চিকিৎসকরা বলছেন যে হেডফোন একেবারে কানের গহ্বরে ঢুকে যায়, সেগুলিই সবচেয়ে খারাপ। যে হেডফোন কানের বাইরে পুরো কান জুড়ে থাকে সেগুলি তূলনামূলকভাবে ভাল।

কোন ইয়ারফোন ব্যবহার করা যাবে? এই প্রশ্নের উত্তরে চিকিৎসকরা বলছেন যে হেডফোন একেবারে কানের গহ্বরে ঢুকে যায়, সেগুলিই সবচেয়ে খারাপ। যে হেডফোন কানের বাইরে পুরো কান জুড়ে থাকে সেগুলি তূলনামূলকভাবে ভাল।

3 / 7
চিকিৎসকরা আরও বলছেন, যারা কানে শোনার মেশিন ব্যবহার করছেন তারা ডিজিটাল ইয়ার পড ব্যবহার করুন।

চিকিৎসকরা আরও বলছেন, যারা কানে শোনার মেশিন ব্যবহার করছেন তারা ডিজিটাল ইয়ার পড ব্যবহার করুন।

4 / 7
কানের সমস্যা নিয়ে রোগীরা এখন চিকিৎসকের কাছে যাচ্ছেন খুব অল্প বয়েসেই। এর জন্য শব্দদূষণ অন্যতম বড় কারণ।

কানের সমস্যা নিয়ে রোগীরা এখন চিকিৎসকের কাছে যাচ্ছেন খুব অল্প বয়েসেই। এর জন্য শব্দদূষণ অন্যতম বড় কারণ।

5 / 7
কানের সমস্যার বেশ কিছু লক্ষণ আছে, যা দেখলে বুঝতে হবে যে কানে শোনার সমস্যা হচ্ছে, কান খুব ভারী মনে হচ্ছে।

কানের সমস্যার বেশ কিছু লক্ষণ আছে, যা দেখলে বুঝতে হবে যে কানে শোনার সমস্যা হচ্ছে, কান খুব ভারী মনে হচ্ছে।

6 / 7
অনেক সময় দেখা যায়, আধ ঘন্টা ফোনে কথা বলার পর কান গরম হয়ে যাচ্ছে। একজনের সঙ্গে কথা বললে সমস্যা নেই, কিন্তু অনেকে বসে আছেন তখন সবার কথা বুঝতে বেশ অসুবিধা হচ্ছে।

অনেক সময় দেখা যায়, আধ ঘন্টা ফোনে কথা বলার পর কান গরম হয়ে যাচ্ছে। একজনের সঙ্গে কথা বললে সমস্যা নেই, কিন্তু অনেকে বসে আছেন তখন সবার কথা বুঝতে বেশ অসুবিধা হচ্ছে।

7 / 7
তখন বুঝতে হবে প্রাথমিক ক্ষতি শুরু হয়ে গিয়েছে। একেবারে ছোট শিশুর ক্ষেত্রে কোনও অস্বাভাবিকত্ব দেখলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কানে সমস্যা হলে খোঁচাখুঁচি করবেন না। এতে কানে ট্রমা হতে পারে।

তখন বুঝতে হবে প্রাথমিক ক্ষতি শুরু হয়ে গিয়েছে। একেবারে ছোট শিশুর ক্ষেত্রে কোনও অস্বাভাবিকত্ব দেখলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কানে সমস্যা হলে খোঁচাখুঁচি করবেন না। এতে কানে ট্রমা হতে পারে।