Photo Gallery: আবারও নিম্নচাপের ঘেরাটোপে উপকূল, দিঘায় তীব্র জলোচ্ছ্বাসে হোটেলবন্দি পর্যটকরা!
TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস
Oct 17, 2021 | 4:01 PM
Weather: আবারও তীব্র জলোচ্ছ্বাস দিঘা (Digha) সমুদ্রে। সোমবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জুড়ে শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। দিঘা উপকূলেও বইছে তীব্র ঝোড়ো হওয়া। সেই সঙ্গে সাথ দিয়েছে প্রবল বৃষ্টি। যার ফলে উত্তাল দিঘা সমুদ্র। জলোচ্ছ্বাস দেখতে ভিড় জমালেও নিরাপত্তারক্ষীদের বাধায় হোটেলে ফিরতে হল পর্যটকদের।
দিঘা সৈকতে এখন চলছে পুলিশি নজরদারি। তীব্র জলোচ্ছ্বাসে কোনওরকম দুর্ঘটনা এড়াতে তৎপর প্রশাসন। তাই সোমবার দিঘা সমুদ্র স্নানে বাধা দেওয়া হয়েছে পর্যটকদের। অনেকে সমুদ্র সৈকতে এসেও ফিরে যান।
1 / 5
পূর্ব মেদিনীপুর: আবারও তীব্র জলোচ্ছ্বাস দিঘা (Digha) সমুদ্রে। সোমবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জুড়ে শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। দিঘা উপকূলেও বইছে তীব্র ঝোড়ো হওয়া। সেই সঙ্গে সাথ দিয়েছে প্রবল বৃষ্টি। যার ফলে উত্তাল দিঘা সমুদ্র। জলোচ্ছ্বাস দেখতে ভিড় জমালেও নিরাপত্তারক্ষীদের বাধায় হোটেলে ফিরতে হল পর্যটকদের।
2 / 5
দিঘা সৈকতে এখন চলছে পুলিশি নজরদারি। তীব্র জলোচ্ছ্বাসে কোনওরকম দুর্ঘটনা এড়াতে তৎপর প্রশাসন। তাই সোমবার দিঘা সমুদ্র স্নানে বাধা দেওয়া হয়েছে পর্যটকদের। অনেকে সমুদ্র সৈকতে এসেও ফিরে যান। এখন প্রবল বৃষ্টি ও বাতাসে তীব্র গর্জন শোনা যাচ্ছে। সমুদ্রে না নামতে পারলেও সৈকতে বসেই বৃষ্টির মধ্যে জলোচ্ছ্বাস উপভোগ করতে দেখা যায় দিঘায় আসা পর্যটকদের। পরে পরিবেশ আরও খারাপ হওয়ায় হোটেলে ফিরে যান তাঁরা।
3 / 5
লক্ষ্মীপুজোর আগে ফের দুর্যোগের (Weather Update) মুখে বাংলা। ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের ৭ জেলায়। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা। সতর্কতা জারি কলকাতা, হাওড়া, হুগলিতে। উদ্বেগ বাড়াতে পারে ডিভিসি-র জলও। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সোমবার থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
4 / 5
প্রধানত উপকূলের দুটি জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে। এছাড়া উপকূল লাগোয়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। ১৮ তারিখ থেকে কলকাতা সহ দুই পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি-তে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস। কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে।
5 / 5
এদিকে মুষলধারে বৃষ্টি শুরু হল হুগলি জেলা জুড়ে। এদিন সকাল হালকা মেঘ করলেও বৃষ্টি সেই ভাবে হয়নি। বেলার বাড়ার সঙ্গে সঙ্গে রোদ বের হয়। তবে দুপুর দুটোর পর থেকে আকাশ কালো করে আসে। যেন সন্ধ্যা হয়ে যায় চারিদিক। তারপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। একই অবস্থা দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, ডায়মন্ড হারবারেও।