
হেনরি দ্বীপ - দক্ষিণ ২৪ পরগনা জেলার বকখালি সৈকতের কাছেই অবস্থিত এই দ্বীপ। এই দ্বীপে যেমন রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, আবার সেই অরণ্যের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে হঠাতই চোখে পড়বে অপূর্ব সুন্দর সৈকতের শোভা। সাদা বালির সঙ্গে নীল জলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে।

মৌসুনি দ্বীপ - নামখানার কাছে অবস্থিত মৌসুনি দ্বীপ প্রকৃতিপ্রেমী এবং ফটোগ্রাফারদের জন্য আদর্শ জায়গা। বালিয়ারা সৈকত থেকে সমুদ্রের এক প্যানারোমিক ভিউ পাওয়া যায়।

জম্বু দ্বীপ - বকখালির কাছে অবস্থিত এই ছোট দ্বীপ। বেনফিশ বন্দর থেকে ছোট নৌকায় যেতে প্রায় ১ ঘন্টা সময় লাগে। তবে, এই দ্বীপে পর্যটকদের নামতে দেওয়া হয় না। তবে, নৌকায় চড়ে দ্বীপের আশপাশে ঘোরা যায়। দ্বীপের বালুকাময় সৈকতে পরিযায়ী পাখি এবং লাল কাঁকড়া দেখা যায়।

রকি আইল্যান্ড - উত্তরবঙ্গের এই জায়গাটি কোনও দ্বীপ নয়। বড় বড় পাথরে ভরা একটি ঝরনা। ঝরনার জলের মধ্যে বড় বড় পাথরগুলি এমনভাবে ফেলা আছে, যে সেগুলিকেই একেকটি দ্বীপ বলে মনে হতে পারে। আসার পথে দুই ধারে রয়েছে অপরূপ সুন্দর সমস্ত চা বাগান।

তিন কোনা দ্বীপ - নামের মতো সত্যি সত্যিই এই দ্বীপটি ত্রিভুজাকার। প্রকৃতিকে উপভোগ করার আদর্শ জায়গা। তবে, এটা কিন্তু রয়েল বেঙ্গল টাইগারের ডেরা।

মাছরাঙা দ্বীপ - ইছামতী নদীর উপর, ভারত-বাংলাদেশ সীমান্তের কাছেই অবস্থিত এই দ্বীপ। ম্যানগ্রোভের ঘন জঙ্গলের সঙ্গে দেখা মেলে মাছরাঙা পাখিদের। টাকি থেকে নৌকা অথবা লঞ্চে এই দ্বীপে পৌঁছন যায়।

সাগর দ্বীপ - পশ্চিমবঙ্গের বৃহত্তম দ্বীপ হল সাগর দ্বীপ। বর্তমানে পর্যটন কেন্দ্র হিসাবে এই দ্বীপ যথেষ্ট সুনাম পেয়েছে। এই দ্বীপেই রয়েছে কপিল মুনির আশ্রম। প্রতিবছর পৌষ সংক্রান্তির সময় বহু মানুষের সমাগম হয় দ্বীপটিতে।

পূর্বাশা দ্বীপ - দক্ষিণ তালপট্টি বা পূর্বাশা দ্বীপ হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত।