AR Rahman Birthday: এ আর রহমানের আসল নাম দিলীপ কুমার; পরবর্তীতে কেন ইসলামধর্মী হয়েছিলেন তিনি?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jan 06, 2023 | 12:00 PM

AR Rahman: মাদ্রাসে জন্মেছিলেন এ আর রহমান। এখন তাঁর বয়স ৫৫। আজই তাঁর জন্মদিন।

1 / 6
১৯৬৭ সালের ৬ জানুয়ারি জন্ম হয় এ আর রহমানের। মাদ্রাসে জন্মেছিলেন তিনি। এখন তাঁর বয়স ৫৫। আজই তাঁর জন্মদিন।

১৯৬৭ সালের ৬ জানুয়ারি জন্ম হয় এ আর রহমানের। মাদ্রাসে জন্মেছিলেন তিনি। এখন তাঁর বয়স ৫৫। আজই তাঁর জন্মদিন।

2 / 6
জানলে অবাক হবেন এর আর রহমানের নাম এটি ছিল না। তাঁর নাম ছিল এ এস দিলীপ কুমার। হিন্দু বাড়িতে জন্মেছিলেন রহমান।

জানলে অবাক হবেন এর আর রহমানের নাম এটি ছিল না। তাঁর নাম ছিল এ এস দিলীপ কুমার। হিন্দু বাড়িতে জন্মেছিলেন রহমান।

3 / 6
সুফি ইসলামকে গ্রহণ করেছিলেন পরবর্তী সময়ে। এক কাদ্রি সাহেবের সান্নিধ্যে এসে এই সিদ্ধান্ত নিয়েছিলেন রহমান। সেই কারণেই তাঁর সঙ্গে সুফিয়ানা লক্ষ্য করা যায়। একটি সাক্ষাৎকারে রহমান স্বীকার করে নিয়েছিলেন যে, দীপিল কুমার নামটি তাঁর কোনওকালেই পছন্দ ছিল না। এক হিন্দু জ্যোতিষী তাঁর নাম পাল্টে দিয়েছিলেন এ আর রহমান।

সুফি ইসলামকে গ্রহণ করেছিলেন পরবর্তী সময়ে। এক কাদ্রি সাহেবের সান্নিধ্যে এসে এই সিদ্ধান্ত নিয়েছিলেন রহমান। সেই কারণেই তাঁর সঙ্গে সুফিয়ানা লক্ষ্য করা যায়। একটি সাক্ষাৎকারে রহমান স্বীকার করে নিয়েছিলেন যে, দীপিল কুমার নামটি তাঁর কোনওকালেই পছন্দ ছিল না। এক হিন্দু জ্যোতিষী তাঁর নাম পাল্টে দিয়েছিলেন এ আর রহমান।

4 / 6
জানলে অবাক হবেন এর আর রহমানের নাম এটি ছিল না। তাঁর নাম ছিল এ এস দিলীপ কুমার। হিন্দু বাড়িতে জন্মেছিলেন রহমান। সুফি ইসলামকে গ্রহণ করেছিলেন পরবর্তী সময়ে। এক কাদ্রি সাহেবের সান্নিধ্যে এসে এই সিদ্ধান্ত নিয়েছিলেন রহমান। সেই কারণেই তাঁর সঙ্গে সুফিয়ানা লক্ষ্য করা যায়। একটি সাক্ষাৎকারে রহমান স্বীকার করে নিয়েছিলেন যে, দীপিল কুমার নামটি তাঁর কোনওকালেই পছন্দ ছিল না। এক হিন্দু জ্যোতিষী তাঁর নাম পাল্টে দিয়েছিলেন এ আর রহমান।

জানলে অবাক হবেন এর আর রহমানের নাম এটি ছিল না। তাঁর নাম ছিল এ এস দিলীপ কুমার। হিন্দু বাড়িতে জন্মেছিলেন রহমান। সুফি ইসলামকে গ্রহণ করেছিলেন পরবর্তী সময়ে। এক কাদ্রি সাহেবের সান্নিধ্যে এসে এই সিদ্ধান্ত নিয়েছিলেন রহমান। সেই কারণেই তাঁর সঙ্গে সুফিয়ানা লক্ষ্য করা যায়। একটি সাক্ষাৎকারে রহমান স্বীকার করে নিয়েছিলেন যে, দীপিল কুমার নামটি তাঁর কোনওকালেই পছন্দ ছিল না। এক হিন্দু জ্যোতিষী তাঁর নাম পাল্টে দিয়েছিলেন এ আর রহমান।

5 / 6
'রোজ়া' ছবিটি তৈরি করার সময় মণিরত্নম খুঁজে পেয়েছিলেন এ আর রহমানকে। মাত্র ২৫,০০০ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন রহমান। তারপর তৈরি হয় 'রোজ়া'র কালজয়ী গানগুলি। এর জন্য তাঁর পরিচিত এবং জনপ্রিয়তা তৈরি হয় প্রথমবার। পেয়েছিলেন জাতীয় পুরস্কারও। আর পিছন ফিরে তাকাতে হয়নি সুরের রাজাকে।

'রোজ়া' ছবিটি তৈরি করার সময় মণিরত্নম খুঁজে পেয়েছিলেন এ আর রহমানকে। মাত্র ২৫,০০০ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন রহমান। তারপর তৈরি হয় 'রোজ়া'র কালজয়ী গানগুলি। এর জন্য তাঁর পরিচিত এবং জনপ্রিয়তা তৈরি হয় প্রথমবার। পেয়েছিলেন জাতীয় পুরস্কারও। আর পিছন ফিরে তাকাতে হয়নি সুরের রাজাকে।

6 / 6
রহমানের বাবাও ছিলেন সং কম্পোজ়ার। তামিল এবং মালায়ালাম ছবিতে গান তৈরি করতেন তিনি। রহমান জানিয়েছিলেন, তাঁর বাবার ঘরের দেওয়ালে লতা মঙ্গেশকরের একটি ছোট্ট ছবি তিনি টাঙিয়ে রেখেছিলেন। সেই ছবির দিকে তাকিয়ে নিয়ত গান তৈরি করতেন রহমান।

রহমানের বাবাও ছিলেন সং কম্পোজ়ার। তামিল এবং মালায়ালাম ছবিতে গান তৈরি করতেন তিনি। রহমান জানিয়েছিলেন, তাঁর বাবার ঘরের দেওয়ালে লতা মঙ্গেশকরের একটি ছোট্ট ছবি তিনি টাঙিয়ে রেখেছিলেন। সেই ছবির দিকে তাকিয়ে নিয়ত গান তৈরি করতেন রহমান।

Next Photo Gallery