TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 08, 2022 | 9:39 PM
'দিল্লি ক্রাইম'-এর প্রথম সিজ়ন হিট করেছিল খুব। ধর্ষণের অপরাধীকে ধরেছিল অভিনেত্রী শেফালি শাহ অভিনীত ডিসিপি ভর্তিকা চতুর্বেদী।
অভিনয় করেছিলেন রসিকা দুগ্গল, আদিল হুসেনের মতো অভিনেতা। এই সিজ়নেও তাঁরা রয়েছেন।
'দিল্লি ক্রাইম সিজ়ন টু'-এর গল্পে রয়েছে দুর্ধর্ষ খুনি ধরার প্লট। সেখানেও সক্রিয় ভূমিকা শেফালি শাহের।
ভারতের ওটিটি প্ল্যাটফর্মের ইতিহাসে কালজয়ী ওয়েব সিরিজ় 'দিল্লি ক্রাইম'।
সানডান্সে প্রিমিয়ার হয়েছিল 'দিল্লি ক্রাইম সিজ়ন ১'। সেখান থেকেই সিরিজ়টি কিনে নেয় নেটফ্লিক্স।
ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে পুরস্কৃত হয়েছে 'দিল্লি ক্রাইম'। এটিই প্রথম ভারতীয় সিরিজ় যেটি ভারতকে আন্তর্জাতিক মঞ্চের এই সম্মান এনে দেয়।