Shweta Bachchan: যে বিশেষ কারণে অমিতাভ-কন্যা শ্বেতা জীবনে কখনও সিনেমাই করলেন না
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Mar 24, 2023 | 2:23 PM
Shweta Bachchan: পরিবারের সকলে অভিনয়ে, অথচ তিনি নেই! নেই ফিল্মি পার্টিতে, গ্ল্যামার জগৎ থেকেও নিজেকে সরিয়ে রাখেন যতটা পারেন। কথা হচ্ছে অমিতাভ ও জয়া বচ্চনের একমাত্র মেয়ে শ্বেতা বচ্চন। কেন অভিনয় করলেন না তিনি? নেপথ্যে এক বিশেষ কারণ।
1 / 8
পরিবারের সকলে অভিনয়ে, অথচ তিনি নেই! নেই ফিল্মি পার্টিতে, গ্ল্যামার জগৎ থেকেও নিজেকে সরিয়ে রাখেন যতটা পারেন। কথা হচ্ছে অমিতাভ ও জয়া বচ্চনের একমাত্র মেয়ে শ্বেতা বচ্চন। কেন অভিনয় করলেন না তিনি? নেপথ্যে এক বিশেষ কারণ।
2 / 8
এই মুহূর্তে শ্বেতার বয়স প্রায় ৫০। এক সাক্ষাৎকারে অভিনয় না করার কারণ নিয়ে মুখ খুলেছেন তিনি।
3 / 8
ফিল্মি পরিবারে জন্ম হওয়ার সুবাদে ছোট থেকেই বাবা-মায়ের সঙ্গে সিনেমার সেটে যেতেন শ্বেতা।
4 / 8
আর এরকমই এক দিন তাঁর সঙ্গে ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। যা তিনি আজও ভুলতে পারেননি।
5 / 8
বাবার মেকআপ রুমে খেলতে খেলতে বৈদ্যুতিক সকেটের মধ্যে হাত দিয়ে ফেলেন ভুল করে।
6 / 8
তারপর যা হয়। কারেন্ট খেয়ে যান তিনি। ওটাই যেন ট্রমার মতো রয়েছে যায় তাঁর জীবন জুড়ে।
7 / 8
এমনকি বাবা মায়ের সঙ্গে সিনেমার সেটে যাওয়ায় বন্ধ করে দেন শ্বেতা। বড় হয়েও আর ও মুখো হননি।
8 / 8
মেয়ে নব্যা নভেলি নন্দাও মায়ের পথই বেছে নিয়েছেন। অন্যদিকে ছেলে অগস্ত্য কিন্তু হিরো হওয়ার জন্য এক্কেবারে প্রস্তুত।