Shweta Bachchan: যে বিশেষ কারণে অমিতাভ-কন্যা শ্বেতা জীবনে কখনও সিনেমাই করলেন না

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 24, 2023 | 2:23 PM

Shweta Bachchan: পরিবারের সকলে অভিনয়ে, অথচ তিনি নেই! নেই ফিল্মি পার্টিতে, গ্ল্যামার জগৎ থেকেও নিজেকে সরিয়ে রাখেন যতটা পারেন। কথা হচ্ছে অমিতাভ ও জয়া বচ্চনের একমাত্র মেয়ে শ্বেতা বচ্চন। কেন অভিনয় করলেন না তিনি? নেপথ্যে এক বিশেষ কারণ।

1 / 8
পরিবারের সকলে অভিনয়ে, অথচ তিনি নেই! নেই ফিল্মি পার্টিতে, গ্ল্যামার জগৎ থেকেও নিজেকে সরিয়ে রাখেন যতটা পারেন। কথা হচ্ছে অমিতাভ ও জয়া বচ্চনের একমাত্র মেয়ে শ্বেতা বচ্চন। কেন অভিনয় করলেন না তিনি? নেপথ্যে এক বিশেষ কারণ।

পরিবারের সকলে অভিনয়ে, অথচ তিনি নেই! নেই ফিল্মি পার্টিতে, গ্ল্যামার জগৎ থেকেও নিজেকে সরিয়ে রাখেন যতটা পারেন। কথা হচ্ছে অমিতাভ ও জয়া বচ্চনের একমাত্র মেয়ে শ্বেতা বচ্চন। কেন অভিনয় করলেন না তিনি? নেপথ্যে এক বিশেষ কারণ।

2 / 8
 এই মুহূর্তে শ্বেতার বয়স প্রায় ৫০। এক সাক্ষাৎকারে অভিনয় না করার কারণ নিয়ে মুখ খুলেছেন তিনি।

এই মুহূর্তে শ্বেতার বয়স প্রায় ৫০। এক সাক্ষাৎকারে অভিনয় না করার কারণ নিয়ে মুখ খুলেছেন তিনি।

3 / 8
ফিল্মি পরিবারে জন্ম হওয়ার সুবাদে ছোট থেকেই বাবা-মায়ের সঙ্গে সিনেমার সেটে যেতেন শ্বেতা।

ফিল্মি পরিবারে জন্ম হওয়ার সুবাদে ছোট থেকেই বাবা-মায়ের সঙ্গে সিনেমার সেটে যেতেন শ্বেতা।

4 / 8
আর এরকমই এক দিন তাঁর সঙ্গে ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। যা তিনি আজও ভুলতে পারেননি।

আর এরকমই এক দিন তাঁর সঙ্গে ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। যা তিনি আজও ভুলতে পারেননি।

5 / 8
বাবার মেকআপ রুমে খেলতে খেলতে বৈদ্যুতিক সকেটের মধ্যে হাত দিয়ে ফেলেন ভুল করে।

বাবার মেকআপ রুমে খেলতে খেলতে বৈদ্যুতিক সকেটের মধ্যে হাত দিয়ে ফেলেন ভুল করে।

6 / 8
তারপর যা হয়। কারেন্ট খেয়ে যান তিনি। ওটাই যেন ট্রমার মতো রয়েছে যায় তাঁর জীবন জুড়ে।

তারপর যা হয়। কারেন্ট খেয়ে যান তিনি। ওটাই যেন ট্রমার মতো রয়েছে যায় তাঁর জীবন জুড়ে।

7 / 8
এমনকি বাবা মায়ের সঙ্গে সিনেমার সেটে যাওয়ায় বন্ধ করে দেন শ্বেতা। বড় হয়েও আর ও মুখো হননি।

এমনকি বাবা মায়ের সঙ্গে সিনেমার সেটে যাওয়ায় বন্ধ করে দেন শ্বেতা। বড় হয়েও আর ও মুখো হননি।

8 / 8
মেয়ে নব্যা নভেলি নন্দাও মায়ের পথই বেছে নিয়েছেন। অন্যদিকে ছেলে অগস্ত্য কিন্তু হিরো হওয়ার জন্য এক্কেবারে প্রস্তুত।

মেয়ে নব্যা নভেলি নন্দাও মায়ের পথই বেছে নিয়েছেন। অন্যদিকে ছেলে অগস্ত্য কিন্তু হিরো হওয়ার জন্য এক্কেবারে প্রস্তুত।

Next Photo Gallery