Bangla NewsPhoto gallery Here know about Achinta Sheuli, Kolkata's weightlifter who smashed Commonwealth Games record to win Gold
CWG 2022: ভারতের গর্ব কমনওয়েলথে সোনাজয়ী বাংলার ছেলে অচিন্ত্য
বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে রবিবার গভীর রাতে দেশকে স্বর্ণপদক এনে দিয়েছেন বাংলার ছেলে অচিন্ত্য শিউলি। রাতারাতি তিনি চলে এসেছেন লাইমলাইটে। এই প্রথমবার কমনওয়েলথে নেমেছিলেন ২০ বছরের অচিন্ত্য। চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করেই সোনা জিতে নিয়েছেন তিনি। আর পদক উৎসর্গ করেছেন নিজের দাদাকে। কারণ, তাঁর বাবার মৃত্যুর পর, সংসারের হাল ধরেন তাঁর দাদা। যার ফলে নিজের স্বপ্ন, ভারোত্তোলন ছেড়ে দেন তিনি। দাদার সেই স্বপ্ন পূর্ণ করে দেখালেন অচিন্ত্য।