Afreen Hyder: কাশ্মীর কি কলি… তাইকোন্ডো অ্যাথলিট আফরিন হায়দারকে চেনেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 22, 2022 | 8:00 AM

জম্মু ও কাশ্মীরের সুন্দরী আফরিন হায়দারকে চেনেন? কাশ্মীর কি কলি আফরিন হলেন তাইকোন্ডো অ্যাথলিট। আন্তর্জাতিক স্তরে একাধিক তাইকোন্ডো ইভেন্টে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে আফরিনের। সম্প্রতি তিনি দক্ষিণ কোরিয়াতে হওয়া তাইকোন্ডো গ্রাঁ প্রি থেকে দেশে ফিরেছেন। এখন থেকেই জানিয়ে দিলেন, তাঁর আসল ফোকাস ২০১৪ সালের প্যারিস অলিম্পিক।

1 / 5
জম্মু ও কাশ্মীরের সুন্দরী আফরিন হায়দারকে (Afreen Hyder) চেনেন? কাশ্মীর কি কলি আফরিন হলেন তাইকোন্ডো অ্যাথলিট। আন্তর্জাতিক স্তরে একাধিক তাইকোন্ডো ইভেন্টে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে আফরিনের। সম্প্রতি তিনি দক্ষিণ কোরিয়াতে হওয়া তাইকোন্ডো গ্রাঁ প্রি থেকে দেশে ফিরেছেন। এখন থেকেই জানিয়ে দিলেন, তাঁর আসল ফোকাস ২০১৪ সালের প্যারিস অলিম্পিক। (ছবি-আফরিন হায়দার ইন্সটাগ্রাম)

জম্মু ও কাশ্মীরের সুন্দরী আফরিন হায়দারকে (Afreen Hyder) চেনেন? কাশ্মীর কি কলি আফরিন হলেন তাইকোন্ডো অ্যাথলিট। আন্তর্জাতিক স্তরে একাধিক তাইকোন্ডো ইভেন্টে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে আফরিনের। সম্প্রতি তিনি দক্ষিণ কোরিয়াতে হওয়া তাইকোন্ডো গ্রাঁ প্রি থেকে দেশে ফিরেছেন। এখন থেকেই জানিয়ে দিলেন, তাঁর আসল ফোকাস ২০১৪ সালের প্যারিস অলিম্পিক। (ছবি-আফরিন হায়দার ইন্সটাগ্রাম)

2 / 5
আফরিনের জন্ম ও বেড়ে ওঠা জম্মু ও কাশ্মীরে। শ্রীনগরের দিল্লি পাবলিক স্কুলে তিনি পড়াশোনা করেন। পরবর্তীকালে তিনি ব্যাচেলার অব আর্টসের পড়াশুনার জন্য দিল্লিতে চলে আসেন। পড়াশুনাতে তিনি ভীষণ ভালো ছিলেন। একসময় তিনি সেই নিয়েই দ্বিধায় পড়ে যান, যে তিনি ইঞ্জিনিয়ারিং পড়বেন নাকি খেলাধূলাকে কেরিয়ার হিসেবে বেছে নেবেন। শেষ অবধি তিনি তাইকোন্ডোকেই বেছে নেন। (ছবি-আফরিন হায়দার ইন্সটাগ্রাম)

আফরিনের জন্ম ও বেড়ে ওঠা জম্মু ও কাশ্মীরে। শ্রীনগরের দিল্লি পাবলিক স্কুলে তিনি পড়াশোনা করেন। পরবর্তীকালে তিনি ব্যাচেলার অব আর্টসের পড়াশুনার জন্য দিল্লিতে চলে আসেন। পড়াশুনাতে তিনি ভীষণ ভালো ছিলেন। একসময় তিনি সেই নিয়েই দ্বিধায় পড়ে যান, যে তিনি ইঞ্জিনিয়ারিং পড়বেন নাকি খেলাধূলাকে কেরিয়ার হিসেবে বেছে নেবেন। শেষ অবধি তিনি তাইকোন্ডোকেই বেছে নেন। (ছবি-আফরিন হায়দার ইন্সটাগ্রাম)

3 / 5
আফরিন হায়দার তাইকোন্ডোতে পেশাদার প্লেয়ার হবেন তা কখনও ভাবেননি। এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর স্কুলের বাচ্চাদের তাইকোন্ডোতে অংশ নিতে দেখে তিনিও তাতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেছিলেন। (ছবি-আফরিন হায়দার ইন্সটাগ্রাম)

আফরিন হায়দার তাইকোন্ডোতে পেশাদার প্লেয়ার হবেন তা কখনও ভাবেননি। এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর স্কুলের বাচ্চাদের তাইকোন্ডোতে অংশ নিতে দেখে তিনিও তাতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেছিলেন। (ছবি-আফরিন হায়দার ইন্সটাগ্রাম)

4 / 5
বর্তমানে আফরিন হায়দার বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে তাঁর পাখির চোখ প্যারিস অলিম্পিক-২০২৪-এ। (ছবি-আফরিন হায়দার ইন্সটাগ্রাম)

বর্তমানে আফরিন হায়দার বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে তাঁর পাখির চোখ প্যারিস অলিম্পিক-২০২৪-এ। (ছবি-আফরিন হায়দার ইন্সটাগ্রাম)

5 / 5
জম্মু-কাশ্মীরের আফরিন হায়দার বিশ্ব ব়্যাঙ্কিংয়ের ৯১ নম্বরে রয়েছেন। তবে তিনি ভারতের ১ নম্বর তাইকোন্ডো প্লেয়ার। (ছবি-আফরিন হায়দার ইন্সটাগ্রাম)

জম্মু-কাশ্মীরের আফরিন হায়দার বিশ্ব ব়্যাঙ্কিংয়ের ৯১ নম্বরে রয়েছেন। তবে তিনি ভারতের ১ নম্বর তাইকোন্ডো প্লেয়ার। (ছবি-আফরিন হায়দার ইন্সটাগ্রাম)

Next Photo Gallery