
দীপিকা ঘোষ - বিরাট কোহলির দল আরসিবির জন্য ২০১৯ সালে গ্যালারিতে গলা ফাটিয়ে রাতারাতি লাইমলাইটে চলে এসেছিলেন নিজেকে আরসিবি ফ্যান গার্ল বলা দীপিকা ঘোষ (Deepika Ghose)।

আরতি বেদী - চলতি আইপিএলে কেকেআর বনাম দিল্লি ম্যাচে আবিষ্কার কেকেআরের ফ্যান গার্ল আরতি বেদী (Aarti Bedi)। সুন্দরী আরতি বিজ্ঞাপন জগতের অতি পরিচিত মুখ। তবে তিনি নাইট সমর্থক প্রকাশ্যে আসার পর থেকে তাঁর হুড়মুড়িয়ে ফলোয়ার বেড়েছে।

কাব্যা মারান - সানরাইজার্স হায়দরাবাদের সিইও হলেন কাব্যা মারান (Kaviya Maran)। তিনি তাঁর দলকে বরাবর মনেপ্রাণে সমর্থন করেন। অরেঞ্জ আর্মির ম্যাচ চলাকালীন কাব্যাকে গ্যালারিতে একাধিকবার দেখা গিয়েছে। যার ফলে কাব্যা এক্কেবারে জাতীয় ক্রাশ হয়ে উঠেছেন।

অদিতি হুন্ডিয়া - পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের ফ্যান গার্ল হলেন অদিতি হুন্ডিয়া (Aditi Hundia)। ২০১৯ সালে মুম্বইয়ের ম্যাচ চলাকালীন তিনি এমআইয়ের ফ্যান গার্ল বলে বিশেষ পরিচিতি পান। বর্তমানে গুঞ্জন শোনা যায় মুম্বইয়ের প্লেয়ার ঈশান কিষাণ তাঁর প্রেমিক।

মালতি চাহার - ২০১৮ সালে চেন্নাই বনাম মুম্বইয়ের এক ম্যাচে ক্যামেরা গিয়ে আটকেছিল গ্যালারিতে থাকা এক সুন্দরীর দিকে। তিনি হলেন মালতি চাহার (Malti Chahar)। চেন্নাইয়ের ফ্যান গার্ল মালতি। তাঁর দাদা দীপক চাহারও সিএসকের সদস্য।