
ট্রেন্ট বোল্ট - কেকেআরের হয়ে বোল্ট এর আগে ২০১৭ সালে খেলেছিলেন। গত আইপিএলে তিনি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছিলেন। এই প্রাক্তন নাইটকে কেনার জন্য নিলামে বিড করতে পারে কেকেআর। (ছবি-কেকেআর ইন্সটাগ্রাম)

মণীশ পান্ডে - কেকেআরের হয়ে মণীশ এর আগে ২০১৪-২০১৭ সাল অবধি খেলেছিলেন। আইপিএল-১৪-তে তিনি সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলেছিলেন। এই মরসুমে নিলাম থেকে মণীশকে কেনার জন্য ঝাঁপাতে পারে নাইটরা। (ছবি-কেকেআর ইন্সটাগ্রাম)

মহম্মদ শামি - গত মরসুমে শামি পঞ্জাব কিংসে খেলেছিলেন। ২০১১-১৩ সালে কেকেআরের জার্সিতে খেলেছিলেন শামি। নাইট রাইডার্সে অতীতে খেলা শামিকে কিনতে পারে কেকেআর। (ছবি-কেকেআর টুইটার)

ইশান্ত শর্মা - ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসে গত মরসুমে ছিলেন ইশান্ত। তিনিও এর আগে নাইটদের হয়ে আইপিএলে খেলেছেন ২০০৮-১০ সালে। ফলে আসন্ন মেগা নিলামে তাঁর দিকেও নজর থাকতে পারে কেকেআরের। (ছবি-কেকেআর ইন্সটাগ্রাম)