
পুরুষদের টেবল টেনিস দলগত ইভেন্টে - বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে টেবল টেনিসে পুরুষদের দলগত বিভাগে সোনা জিতেছে ভারতের টিটির পুরুষ দল। এই সোনাজয়ী দলের সদস্য ছিলেন - অচিন্ত্য শরথকমল, সাথিয়ান গণশেখরন, হরমীত দেশাই ও সানিল শেট্টি।

অচিন্ত্য শরথকমল-সৃজা আকুলা - বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে টেবল টেনিসে মিক্সড ডাবলস থেকে ভারতকে সোনা এনে দিয়েছে অচিন্ত্য শরথকমল-সৃজা আকুলা জুটি। এর আগে টেবল টেনিস টিম কখনও মিক্সড ডাবলসে সোনা পায়নি ভারত। বছর চল্লিশের শরথ ও তেইশের সৃজা জুটি মিলে ইতিহাস গড়ল। ফাইনালে প্রতিপক্ষ মালয়েশিয়ার জাভেন চুং ও কারেন লিনকে ১১-৪, ৯-১১, ১১-৫, ১১-৬ ব্যবধানে হারায় শরথ-সৃজা।

অচিন্ত্য শরথকমল - চল্লিশের শরথকমল এ বারের বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে কামাল দেখিয়েছেন। টেবল টেনিসে মোট ৪টি বিভাগে পদক পেয়েছেন তিনি। পুরুষদের সিঙ্গলসে সোনা জিতেছেন তিনি। সেই ২০০৬ সালের মেলবোর্ন কমনওয়েলথ থেকে শুরু করে ২০২২ সালের বার্মিংহ্যামের কমনওয়েলথ... মোট ১৩টি পদক পেয়েছেন দেশের তারকা প্যাডলার।

অচিন্ত্য শরথকমল-সাথিয়ান গণশেখরন - বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে টেবল টেনিসে পুরুষদের ডাবলসে রুপো পেয়েছেন ভারতের অচিন্ত্য শরথকমল-সাথিয়ান গণশেখরন জুটি। ফাইনালে ইংল্যান্ডের পল ড্রিঙ্কারহল-লিয়াম পিচফোর্ড জুটির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও ৩-২ ব্যবধানে হার শরথকমল-সাথিয়ানের।

সাথিয়ান গণশেখরন - এ বারের বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসে পোডিয়াম ফিনিশ করছেন দুই ভারতীয় প্যাডলার। পুরুষদের সিঙ্গলসে সোনা জিতেছেন অচিন্ত্য শরথকমল। এবং ব্রোঞ্জ পেয়েছেন সাথিয়ান গণশেখরন।