
হার্দিক পান্ডিয়া - গত বছর টি-২০ বিশ্বকাপের পর চোট সারানোর দিকে মনোনিবেশ করেছিলেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এমনকি এনসিএতে থেকে তিনি রিহ্যাবও করেননি। তবে আইপিএল শুরুর আগে বোর্ডের কড়া নজরদারিতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্টে পাশ করে যোগ দিয়েছেন গুজরাত টাইটান্স শিবিরে।

কেন উইলিয়ামসন - কুনুইয়ের চোটের কারণে প্রায় তিন মাসের মতো ২২ গজে নামতে পারেননি কিউয়ি নেতা কেন উইলিয়ামসন। ভারতের বিরুদ্ধে কানপুর টেস্টের সময় থেকেই তিনি ফিট ছিলেন না। যার ফলে দেশের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে হওয়া সিরিজেও খেলেননি উইলিয়ামসন। তবে আইপিএলের আগে ঠিক সময়ে অরেঞ্জ আর্মিতে যোগ দিয়েছেন কিউয়ি নেতা। এবং নেটে অনুশীলনও করা শুরু করেছেন হায়দরাবাদের অধিনায়ক।

অনরিখ নর্টজে - দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের খবর অনুযায়ী, গত পাঁচ মাস ধরে চোটের কারণে দেশের হয়ে খেলতে পারেননি নর্টজে। কিন্তু তিনি রবিবারই দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন। তার পর থেকেই বলা হচ্ছে, আইপিএলের জন্য নির্দিষ্ট সময়ে ফিট হয়ে উঠবেন নর্টজে।

দুশমন্ত চামিরা - গোড়ালির চোটের কারণে ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্টে সিরিজে খেলেননি দুশমন্ত চামিরা। এমনকি জানা গিয়েছিল, চাপ কমানোর জন্য লঙ্কান ক্রিকেট বোর্ডে চামিরাকে খেলায়নি রোহিতদের বিরুদ্ধে। তবে আইপিএলের জন্য তিনি ম্য়াচ ফিট। লখনউ সুপার জায়ান্টস এ বারের আইপিএলের নিলাম থেকে কিনেছে চামিরাকে।

ভানুকা রাজাপক্ষ - ফিটনেসের কারণেই জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন ভানুকা রাজাপক্ষ। লঙ্কান বোর্ডের চুক্তিতে তাঁর গ্রেডেও পতন হয়েছিল ফিটনেসের কারণেই। কিন্তু সেই ভানুকাই ফিট হয়ে যোগ দিয়েছেন পঞ্জাব কিংসে।