IPL 2022: দেশের হয়ে খেলায় জন্য আনফিট, আইপিএলে খেলতে চলেছেন ফিট হয়ে, ছবিতে দেখুন সেই ৫ প্লেয়ারদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 21, 2022 | 9:00 AM

আইপিএল (IPL) শুরু হতে বাকি আর মাত্র ৪দিন। ১০ দলের আইপিএল দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীরা। এ বারের আইপিএলে যেমন থাকবেন না একাধিক তারকা প্লেয়ার, তেমনই থাকবেন সেই সব প্লেয়ার, যাঁরা দেশের হয়ে খেলার সময় আনফিট থাকলেও আইপিএলে খেলার জন্য ফিট। এক নজরে দেখে নিন এইরকম পাঁচ ক্রিকেটারদের যাঁরা চোটের কারণে দেশের হয়ে খেলার সময় ফিট না থাকলেও, আইপিএলে খেলার জন্য ফিট।

1 / 5
হার্দিক পান্ডিয়া - গত বছর টি-২০ বিশ্বকাপের পর চোট সারানোর দিকে মনোনিবেশ করেছিলেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এমনকি এনসিএতে থেকে তিনি রিহ্যাবও করেননি। তবে আইপিএল শুরুর আগে বোর্ডের কড়া নজরদারিতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্টে পাশ করে যোগ দিয়েছেন গুজরাত টাইটান্স শিবিরে।

হার্দিক পান্ডিয়া - গত বছর টি-২০ বিশ্বকাপের পর চোট সারানোর দিকে মনোনিবেশ করেছিলেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এমনকি এনসিএতে থেকে তিনি রিহ্যাবও করেননি। তবে আইপিএল শুরুর আগে বোর্ডের কড়া নজরদারিতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্টে পাশ করে যোগ দিয়েছেন গুজরাত টাইটান্স শিবিরে।

2 / 5
কেন উইলিয়ামসন - কুনুইয়ের চোটের কারণে প্রায় তিন মাসের মতো ২২ গজে নামতে পারেননি কিউয়ি নেতা কেন উইলিয়ামসন। ভারতের বিরুদ্ধে কানপুর টেস্টের সময় থেকেই তিনি ফিট ছিলেন না। যার ফলে দেশের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে হওয়া সিরিজেও খেলেননি উইলিয়ামসন। তবে আইপিএলের আগে ঠিক সময়ে অরেঞ্জ আর্মিতে যোগ দিয়েছেন কিউয়ি নেতা। এবং নেটে অনুশীলনও করা শুরু করেছেন হায়দরাবাদের অধিনায়ক।

কেন উইলিয়ামসন - কুনুইয়ের চোটের কারণে প্রায় তিন মাসের মতো ২২ গজে নামতে পারেননি কিউয়ি নেতা কেন উইলিয়ামসন। ভারতের বিরুদ্ধে কানপুর টেস্টের সময় থেকেই তিনি ফিট ছিলেন না। যার ফলে দেশের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে হওয়া সিরিজেও খেলেননি উইলিয়ামসন। তবে আইপিএলের আগে ঠিক সময়ে অরেঞ্জ আর্মিতে যোগ দিয়েছেন কিউয়ি নেতা। এবং নেটে অনুশীলনও করা শুরু করেছেন হায়দরাবাদের অধিনায়ক।

3 / 5
অনরিখ নর্টজে - দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের খবর অনুযায়ী, গত পাঁচ মাস ধরে চোটের কারণে দেশের হয়ে খেলতে পারেননি নর্টজে। কিন্তু তিনি রবিবারই দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন। তার পর থেকেই বলা হচ্ছে, আইপিএলের জন্য নির্দিষ্ট সময়ে ফিট হয়ে উঠবেন নর্টজে।

অনরিখ নর্টজে - দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের খবর অনুযায়ী, গত পাঁচ মাস ধরে চোটের কারণে দেশের হয়ে খেলতে পারেননি নর্টজে। কিন্তু তিনি রবিবারই দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন। তার পর থেকেই বলা হচ্ছে, আইপিএলের জন্য নির্দিষ্ট সময়ে ফিট হয়ে উঠবেন নর্টজে।

4 / 5
দুশমন্ত চামিরা - গোড়ালির চোটের কারণে ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্টে সিরিজে খেলেননি দুশমন্ত চামিরা। এমনকি জানা গিয়েছিল, চাপ কমানোর জন্য লঙ্কান ক্রিকেট বোর্ডে চামিরাকে খেলায়নি রোহিতদের বিরুদ্ধে। তবে আইপিএলের জন্য তিনি ম্য়াচ ফিট। লখনউ সুপার জায়ান্টস এ বারের আইপিএলের নিলাম থেকে কিনেছে চামিরাকে।

দুশমন্ত চামিরা - গোড়ালির চোটের কারণে ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্টে সিরিজে খেলেননি দুশমন্ত চামিরা। এমনকি জানা গিয়েছিল, চাপ কমানোর জন্য লঙ্কান ক্রিকেট বোর্ডে চামিরাকে খেলায়নি রোহিতদের বিরুদ্ধে। তবে আইপিএলের জন্য তিনি ম্য়াচ ফিট। লখনউ সুপার জায়ান্টস এ বারের আইপিএলের নিলাম থেকে কিনেছে চামিরাকে।

5 / 5
ভানুকা রাজাপক্ষ - ফিটনেসের কারণেই জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন ভানুকা রাজাপক্ষ। লঙ্কান বোর্ডের চুক্তিতে তাঁর গ্রেডেও পতন হয়েছিল ফিটনেসের কারণেই। কিন্তু সেই ভানুকাই ফিট হয়ে যোগ দিয়েছেন পঞ্জাব কিংসে।

ভানুকা রাজাপক্ষ - ফিটনেসের কারণেই জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন ভানুকা রাজাপক্ষ। লঙ্কান বোর্ডের চুক্তিতে তাঁর গ্রেডেও পতন হয়েছিল ফিটনেসের কারণেই। কিন্তু সেই ভানুকাই ফিট হয়ে যোগ দিয়েছেন পঞ্জাব কিংসে।

Next Photo Gallery