TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Aug 12, 2022 | 8:30 AM
এলডোস পল - এ বারের কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্সে ভারতের যেন সোনায় সোহাগা হয়েছে। পুরুষদের ট্রিপল জাম্পে জোড়া পদক পেয়েছে ভারত। এলডোস নিজের তৃতীয় প্রচেষ্টায় ব্যক্তিগত সেরা ১৭.০৩ মিটার লাফ দিয়ে সোনা জিতে নেন।
আবদুল্লা আবুবাকের - এলডোসের পাশাপাশি কমনওয়েলথে পুরুষদের ট্রিপল জাম্পে রুপো পেয়েছেন ভারতের অপর এক ট্রিপল জাম্পার আবদুল্লা আবুবাকের। পঞ্চম প্রয়াসে আবুবাকের ১৭.০২ মিটারে শেষ করে রুপোর পদক পেয়েছেন।
প্রিয়াঙ্কা গোস্বামী - হেঁটেই ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছেন ভারতের প্রিয়াঙ্কা গোস্বামী। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মহিলাদের ১০০০০ মিটার রেস ওয়াকে রুপো পেয়েছেন প্রিয়াঙ্কা।
মুরলী শ্রীশঙ্কর - বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে পুরুষদের লং জাম্পে কেরলের ২৩ বছরের মুরলী শ্রীশঙ্কর ৮.০৮ মিটার সেরা লাফ দিয়ে রুপো পেয়েছেন। কমনওয়েলথ গেমসে পুরুষদের লং জাম্পে রুপোজয়ী দেশের প্রথম লং জাম্পার তিনি।
অবিনাশ সাবলে - বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়েছেন ভারতের ট্রিপল জাম্পার অবিনাশ সাবলে। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো পেয়েছেন অবিনাশ। কমনওয়েলথে ৮.১১.২০ মিনিটে শেষ করে অবিনাশ জাতীয় রেকর্ডও গড়েছেন।
অন্নু রানি - বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পেয়ে ইতিহাস গড়েছেন ভারতের মহিলা জ্যাভলিন থ্রোয়ার অন্নু রানি। মহিলাদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে চতুর্থ বারের থ্রো-তে ৬০ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন অন্নু রানি। সেই থ্রোতেই ব্রোঞ্জ পদক অর্জন করেছেন অন্নু।
তেজস্বিন শঙ্কর - বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে পুরুষদের হাই জাম্পে ব্রোঞ্জ জিতেছেন ভারতের তেজস্বিন শঙ্কর। ২.২২ মিটার সেরা লাফ দিয়ে ব্রোঞ্জ পেয়েছেন তিনি।
সন্দীপ কুমার - এ বার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মহিলাদের ১০ হাজার মিটারে রুপো পেয়েছেন প্রিয়াঙ্কা গোস্বামী। পাশাপাশি পুরুষদের ১০ হাজার মিটার রেস ওয়াকে ব্রোঞ্জ পেয়েছেন সন্দীপ কুমার।