9 Viral Pictures: খেলার দুনিয়ার একুশের নয় ভাইরাল ছবি
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 24, 2021 | 9:30 AM
Year Ender 2021: একুশের ক্রীড়া দুনিয়ায় বেশ কিছু টুর্নামেন্টে দেখা গিয়েছে একাধিক নজরকাড়া মুহূর্ত। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই সব রীতিমতো ভাইরালও হয়েছে। এক নজরে দেখে নিন ২০২১ সালের শেষ বেলায় (Year Ender 2021), খেলার দুনিয়ার নয় ভাইরাল ছবি...
1 / 9
অক্ষর প্যাটেল-রবীন্দ্র জাডেজা নামমিলান্তি - চলতি বছরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করার পর, টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে টেস্ট সিরিজও জিতেছে। সিরিজের শেষ দিন দুই দলের চার ক্রিকেটারের এক বিচিত্র ছবি পোস্ট করেছিল বিসিসিআই। যেখানে দেখা গিয়েছিল, অক্ষর প্যাটেল, আজাজ প্যাটেল, রচিন রবীন্দ্র ও রবীন্দ্র জাডেজা পরপর পিছন ঘুরে দাঁড়িয়েছেন। তাঁদের জার্সিতে যথাক্রমে লেখা ছিল, অক্ষর, প্যাটেল, রবীন্দ্র এবং জাডেজা। ফলে চার ক্রিকেটারের জার্সিতে থাকা নাম একসঙ্গে জুড়ে দিলে দাঁড়াচ্ছে অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাডেজা। বেশ মজার নামমিলান্তি। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল এই ছবিটি।
2 / 9
রোহিতের কাছে বিশ্বকাপের টিকিট চেয়েছিলেন এক ভক্ত - ২২ গজে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে উত্তেজনা থাকে বরাবরই। এ বারের টি-২০ বিশ্বকাপের আগেও ঠিক তেমন পরিস্থিতিই ছিল। বিশ্বকাপ শুরু হওয়ার আগে মরুশহরে আইপিএল-১৪-র শেষ পর্ব চলছিল। সেই সময় মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচ চলাকালীন মুম্বই অধিনায়ক ও তখনকার ভারতের টি-২০ ক্রিকেটে সহ-অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) কাছে বিশ্বকাপের টিকিট চেয়ে বসেন এক ভক্ত। যা ধরা পড়েছিল টেলিভিশন ক্যামেরায়। ভারতের এক সমর্থক রোহিতের কাছে আবদার করে এক পোস্টারে লিখে ধরেন, “রোহিত, ভারত বনাম পাকিস্তান ম্যাচের ২টো টিকিট চাই। প্লিজ…” ওই পোস্টারের ছবি হু হু করে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
3 / 9
বার্সা ছাড়ার সময় মেসির কান্না - দীর্ঘ ২১ বছরের সম্পর্ক। তাতে ইতি পড়লে কেমন অনুভূতি হয়? নিশ্চিতভাবেই বেদনাদায়ক। লিওনেল মেসির (Lionel Messi) ক্ষেত্রে ঠিক তেমনটাই হয়েছে। নিজের প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে এ বছরই এলএম টেন পিএসজিতে যোগ দিয়েছেন। অগস্ট মাসে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা (Barcelona) ক্লাবকে বিদায় জানাতে গিয়ে কেঁদে ভাসিয়েছিলেন এলএম টেন। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল।
4 / 9
এবিডি আউট হতেই ছেলের হতাশা প্রকাশ - আইপিএল চলাকালীন এ বছর বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল। তার মধ্যে অন্যতম এটি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এক ম্যাচে এবি ডে ভিলিয়ার্সকে (AB de Villiers) জশপ্রীত বুমরা আউট করার পরই, টিভি ক্যামেরায় ধরা পড়ে এবিডির ছেলে তীব্র হতাশা প্রকাশ করছে। সামনে থাকা চেয়ারে ঘুসি মারতে দেখা যায় এবিডির ছেলেকে। পাশে থাকা এবির স্ত্রী সঙ্গে সঙ্গে ছেলেকে আটকান। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য।
5 / 9
ফরাসি ওপেনের ফাইনালে এক খুদে ভক্তকে নোভাকের ব়্যাকেট উপহার - ফরাসি ওপেনের (French Open) ফাইনালে রোলাঁ গারোর (Roland-Garros) স্টেডিয়ামে দর্শকরা এক দুর্দান্ত ম্যাচ দেখার পাশাপাশি, সাক্ষী হয়েছে এক অসাধারণ দৃশ্যের। স্তেফানোস সিসিপাসকে (Stefanos Tsitsipas) হারানোর পরই নিজের র্যাকেট উপহার হিসেবে এক খুদের হাতে তুলে দিয়েছেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। সেই ছবি নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। ম্যাচের শেষে জোকার জানিয়েছিলেন, পুরো ম্যাচ চলাকালীন ওই খুদে তাঁকে সমর্থন করেছিল। তাঁকে নানা উপদেশও দিচ্ছিল। নোভাকের জন্য সারা ম্যাচ জুড়ে গলা ফাটানোর পুরস্কারস্বরূপ, খুদের প্রাপ্তি প্রিয় তারকার জয় ও তাঁর ব্যবহার করা ব়্যাকেট উপহার পাওয়া।
6 / 9
আইপিএল চলাকালীন দীপক চাহার গার্লফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব - এ বছর মরুশহরে আইপিএলের দ্বিতীয় পর্ব চলাকালীন, প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সিএসকের দীপক চাহার। আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে এক ম্যাচের শেষে, তিনি তাঁর বান্ধবীকে দুবাইয়ের গ্যালারিতে বিয়ের প্রস্তাব দেন। দীপক চাহারের সিড়িতে হাঁটু মুড়ে বসে আংটি বের করে প্রেমিকাকে প্রপোজ করার দৃশ্যও রীতিমতো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
7 / 9
অলিম্পিকে টম ড্যালের সোয়েটার বানানো - টোকিও অলিম্পিক ২০২০-তে ব্রিটিশ ডাইভার টম ড্যালে (Tom Daley) ডাইভিংয়ে পুরুষদের সিনক্রোনাইজড ১০ মিটার টুর্নামেন্টের দলগত বিভাগে সোনা জিতেছেন। তবে সে জন্য তিনি ভাইরাল হননি। বরং মহিলাদের ৩ মিটার স্প্রিংবোর্ড ফাইনালের সময় তিনি গ্যালারিতে বসে উল দিয়ে সোয়েটার বুনছিলেন। আর সেই ছবিই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এবং অলিম্পিকে পদক জেতার পর, সাংবাদিক সম্মেলনে এসে বড়সড় ঘোষণা করেন তিনি। তাতে ড্যালে জানান, তিনি গর্বিত। কারণ তিনি একজন সমকামী এবং একজন অলিম্পিক চ্যাম্পিয়নও।
8 / 9
সিএসকের জন্য জিভার প্রার্থনা - মরুশহরের আইপিএলে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের এক ম্যাচ চলাকালীন ভিআইপি গ্যালারিতে মা সাক্ষীর কোলে বসেই চেন্নাইয়ের জয়ের জন্য প্রার্থনা করতে থাকেন মাহিকন্য জিভা (Ziva Singh Dhoni)। সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দুর্ভাগ্যবশত সেই ম্যাচে পন্থের দিল্লির কাছে হারতে হয় ধোনির চেন্নাইকে। কিন্তু ছোট্ট জিভার সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সুপারহিট হয়ে গিয়েছে।
9 / 9
অ্যাসেজে প্রেম নিবেদন - চলতি অ্যাসেজ সিরিজের (Ashes Series) প্রথম টেস্টের তৃতীয় দিন, এক অস্ট্রেলিয়ান সমর্থককে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ইংল্যান্ডের এক সমর্থক। গাব্বা টেস্ট চলাকালীন, গ্যালারিতে প্রথমে রব নামের ওই ইংল্যান্ডের সমর্থক তার বান্ধবী অজি সমর্থক নাটালিকে জায়ান্ট স্কিনের দিকে কিছু একটা ইশারা করে দেখান। নাটালি সেদিকে তাকাতেই, তার পাশে হাঁটু মুড়ে বসে আংটি বের করে ফেলেন রব। স্বাভাবিকভাবেই প্রথমে নাটালি খানিকটা চমকে গেলেও, সঙ্গে সঙ্গে রবকে হ্যাঁ বলে দেন। একে অপরকে আলিঙ্গন করেন। গ্যালারি জুড়ে তখন শুধুই হাততালির শব্দ। সেই ছবি নেট মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল।