
২০১৬ সালে এক চ্যারিটি শো-তে ফের্নান্ডা গোমেজের সঙ্গে ক্যানেলো আলভারেজের প্রথম দেখা হয়। এরপর তাঁরা ডেটিং শুরু করেন।

শুরুর দিকে ক্যানেলো-ফের্নান্ডা নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আননেনি। বেশ লুকোছাপা করেই এগোতে থাকেন তাঁরা। তবে ধীরে ধীরে তাঁরা জড়তা কাটিয়ে ওঠেন। ২০২১ সালে দু'জনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

২০১৭ সালে প্রথমে তাঁদের সম্পর্কে চিড় ধরে। কিন্তু ফের্নান্ডা অন্তঃসত্ত্বা হওয়ার পর তাঁরা আবার কাছাকাছি আসেন। ফের্নান্ডা ও ক্যানেলোর প্রথম কন্যাসন্তান মারিয়ার জন্ম।

বক্সার ক্যানেলো আলভারেজের সুন্দরী মেক্সিকান স্ত্রী ফের্নান্ডা মডেলিংয়ের পাশাপাশি নিজস্ব বুটিক নেইল স্যালো চালান। এবং তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও বটেন।