IND vs PAK: ছোলে বাটুরে-পাস্তা… বিরাট-বাবরদের প্রিয় খাবার কী জানেন?
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Aug 27, 2022 | 8:00 PM
রবিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তানের জমজমাট লড়াই। দুই দলের ক্রিকেটাররা ফিট থাকার জন্য একাধিক খাবার চেখেও দেখতে পারেন না। বিরাট কোহলি-বাবর আজমদের প্রিয় খাবার কী জানেন? দেখে নিন ছবিতে...
1 / 10
রবিবার এশিয়া কাপে (Asia Cup) ভারত-পাকিস্তানের (IND vs PAK) জমজমাট লড়াই। দুই দলের ক্রিকেটাররা ফিট থাকার জন্য একাধিক খাবার চেখেও দেখতে পারেন না। বিরাট কোহলি-বাবর আজমদের প্রিয় খাবার কী জানেন? দেখে নিন ছবিতে...
2 / 10
বিরাট কোহলির (Virat Kohli) দৈনিক খাদ্য তালিকায় প্রচুর শাকসবজি, ডাল, প্রোটিনসমৃদ্ধ খাবার রয়েছে। কোহলি নিজেকে ফিটনেসের দিক থেকে চূড়ায় নিয়ে গিয়েছেন। বিরাটের প্রিয় খাবার হল ছোলা-বাটুরে।
3 / 10
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam) অন্যান্য পাকিস্তানি প্লেয়ারদের মতো বিরিয়ানি খেতে পছন্দ করেন না। ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতে শীর্ষে থাকা বাবর জানান, সম্পূর্ণ সুস্থ থাকার জন্য, ফিট থাকার জন্য ডায়েট প্ল্যান মেনে চলেন।
4 / 10
ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) একসময় জানিয়েছিলেন, তাঁর প্রিয় খাবার বড়া পাও। রোহিতও ফিট থাকার জন্য প্রচুর কসরত করেন। এবং ডায়েট মেনে চলেন।
5 / 10
পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) কাবুলি পোলাও খেতে ভালোবাসেন। এটি আফগানিস্তানের রাজধানী কাবুলে ভীষণ বিখ্যাত একটি পদ।
6 / 10
ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ভোজনরসিক বলা হয়। কারণ, তাঁর নিজের অনেক রেস্তোরাঁ রয়েছে। তাঁর প্রিয় খাবার গুজরাটের কাথিয়াওয়াড়ি খাবার। জাডেজা নিজের ছুটির দিনে কাথিয়াওয়াড়ি থালি খেতে পছন্দ করেন।
7 / 10
পাকিস্তানের তারকা অল-রাউন্ডার শাদাব খানের (Shadab Khan) প্রিয় খাবার হল আচারি গোস্ত। এই পদটি আচার দিয়ে তৈরি মাংসেক এক ধরণের কারি।
8 / 10
ভারতের তারকা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) প্রিয় খাবার খিচুড়ি। ডিম, মাংস, শাকসবজির পাশাপাশি প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাবারও খেয়ে থাকেন হার্দিক।
9 / 10
পাক তারকা ফকর জমান (Fakhar Zaman) ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন। সুযোগ পেলেই চিজ পাস্তা খান ফকর। কারণ, এটাই তাঁর প্রিয় খাবারের একটি।
10 / 10
ভারতীয় দলে দুই প্লেয়ারের পছন্দের খাবারে মিল রয়েছে। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির মতো ঋষভ পন্থেরও (Rrishabh Pant) পছন্দের খাবার ছোলে-বাটুরে।