IPL 2022: আইপিএলে কোন দলের ক্যাপ্টেন্সির ব্যাটন কার হাতে, দেখুন ছবিতে
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Mar 01, 2022 | 9:00 AM
আর মাত্র ২৫ দিনের অপেক্ষা। আবার ফিরছে আইপিএল (IPL)। এ বারের আইপিএলে ৮টি দলের জায়গায় খেলবে ১০টি দল। দুটি গ্রুপে ভাগ করা হয়েছে ১০টি দলকে। ২৬ মার্চ গতবারের চ্যাম্পিয়ন ও রানার্সদের মধ্যে হবে উদ্বোধনী ম্যাচ। তার আগে জেনে নিন দশ ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক কারা...
1 / 10
চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন্সির দায়ভার থাকবে মহেন্দ্র সিং ধোনির ওপর। ২০০৮ সাল থেকে সিএসকের সঙ্গে সম্পর্ক ধোনির। এ বারের আইপিএলের রিটেনশনে ধোনিকে রিটেইন করে রেখেছিল চেন্নাই। (ছবি-টুইটার)
2 / 10
কলকাতা নাইট রাইডার্সের নতুন ক্যাপ্টেন হয়েছেন শ্রেয়স আইয়ার। এ বছরই নিলামে ১২ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে শ্রেয়সকে কিনেছে নাইটরা। তৃতীয়বার বেগুনি শিবিরকে ট্রফি জেতানোর অপেক্ষায় রয়েছেন শ্রেয়স। (ছবি-টুইটার)
3 / 10
দিল্লি ক্যাপিটালস ভরসা রেখেছে ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের ওপর। ২০২১ সালের প্রথম পর্বে শ্রেয়সের অনুপস্থিতিতে পন্থের হাতে অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছিল দিল্লি। শ্রেয়স সুস্থ হয়ে ফেরার পরও পন্থেকে সেই দায়িত্ব থেকে মুক্ত করা হয়নি। বরং আসন্ন আইপিএলেও তাঁর ওপরই আস্থা রেখেছে টিম দিল্লি। (ছবি-টুইটার)
4 / 10
রাজস্থান রয়্যালসের অধিনায়কের পদেই বহাল থাকছেন সঞ্জু স্যামসন। গত বার সঞ্জু বেশ কয়েকটা ম্যাচে এক কুম্ভ হয়ে লড়েছিলেন, কিন্তু দলগত পারফর্ম্যান্সে মার খায় পিঙ্ক আর্মি। এ বার নতুন রাজস্থান নতুন অভিযানের জন্য তৈরি। (ছবি-টুইটার)
5 / 10
মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সির ব্যাটন থাকছে রোহিত শর্মার হাতেই। ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের গত বারের আইপিএল সফরটা ভালো যায়নি। এ বার মুম্বই রেকর্ড অর্থে (১৫ কোটি ২৫ লক্ষ) টাকায় কিনেছে ঈশান কিষাণকে। রোহিত শর্মার অধীনে নতুন আইপিএল সফর শুরু করার জন্য তৈরি মুম্বই। (ছবি-টুইটার)
6 / 10
সানরাইজার্স হায়দরাবাদ গত মরসুমে মাঝপথে ডেভিড ওয়ার্নারকে সরিয়ে কেন উইলিয়ামসনকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়েছিল। এ বারের আইপিএলে ঢেলে দল সাজিয়েছে অরেঞ্জ আর্মি। এ বারের আইপিএলের রিটেনশনে কিউয়ি নেতাকে ধরে রেখেছিল নিজামের শহরের দল। এখনও পর্যন্ত নেতা বদলের কোনও ঘোষণা করেনি হায়দরাবাদ। ফলে এই মরসুমে উইলিয়ামসনের কাঁধেই থাকতে পারে অধিনায়কের দায়িত্ব। (ছবি-টুইটার)
7 / 10
পঞ্জাব কিংস আসন্ন আইপিএলে ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে দলের ওপেনার ব্যাটার মায়াঙ্ক আগরওয়ালকে। গত মরসুমে পঞ্জাবের দায়িত্বে ছিলেন লোকেশ রাহুল। তবে তিনি এ বারের আইপিএলের রিটেনশনের আগে জানিয়েছিলেন, তিনি পঞ্জাব ছাড়তে চান। তাঁর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাঁকে ছেড়ে দেয় অনিল কুম্বলের দল। ১২ কোটি টাকা দিয়ে মায়াঙ্ককে ধরে রেখেছিল পঞ্জাব। ফলে এ বার প্রীতির দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে মায়াঙ্ককে। (ছবি-টুইটার)
8 / 10
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখনও পর্যন্ত তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করেনি। গত মরসুমেই বিরাট জানিয়েছিলেন, আগামী মরসুম থেকে তিনি আর আরসিবির ক্যাপ্টেন্সি সামলাবেন না। তাঁর জায়গায় শুরুতে গ্লেন ম্যাক্সওয়েলের নাম শোনা যাচ্ছিল। কিন্তু আইপিএলের নিলামে প্রোটিয়া তারকা ক্রিকেটার ফাফ দু'প্লেসিকে কেনার পর শোনা যাচ্ছে, আরসিবির নতুন নেতা হতে পারেন দু'প্লেসি। অপেক্ষা শুধু অফিসিয়াল ঘোষণার। (ছবি-টুইটার)
9 / 10
আইপিএল ২০২২ এর এক নতুন দল লখনউ সুপার জায়ান্টস মেগা নিলামের আগেই তাদের ক্যাপ্টেন হিসেবে বেছে নেয় লোকেশ রাহুলকে। ১৭ কোটি টাকা দিয়ে ভারতের তারকা ক্রিকেটার কেএল রাহুলকে কিনে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। (ছবি-টুইটার)
10 / 10
আইপিএল ২০২২ এর অপর এক নতুন দল গুজরাত টাইটান্স ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে হার্দিক পান্ডিয়াকে। এ বারের আইপিএলের রিটেনশনে হার্দিককে ধরে রাখেনি মুম্বই। তাই মেগা নিলামের আগে নতুন দুই দলের কাছে যখন সুযোগ ছিল চার ক্রিকেটার বাছাই করার, তখনই হার্দিককে বেছে নেয় গুজরাত। ১৫ কোটি টাকাতে গুজরাতে যোগ দিয়েছেন হার্দিক। (ছবি-টুইটার)