
আন্দ্রে রাসেল - কেকেআরের আন্দ্রে রাসেলের (Andre Russell) সোনালি ও গোলাপি রঙের মিশ্রণে চুল আর নজরকাড়া হেয়ার স্টাইল এ বারের আইপিএলে সুপারহিট। টুর্নামেন্টের প্রথম ম্যাচে থেকেই রাসেলের রঙিন চুল নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল।

ফ্যাবিয়ান অ্যালেন - মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে অভিষেক হয়ে গিয়েছে ফ্যাবিয়ান অ্যালেনের (Fabian Allen)। ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ক্রিকেটারের নীল চুলের ছবি নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছে।

নিকোলাস পুরান - সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে এ বারের আইপিএলে খেলছেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। অরেঞ্জ জার্সিতে খেলা পুরান চুলে সোনালি রঙ করিয়েছেন। ছবি দেখে রাসেল নাকি পুরান কার সোনালি রঙের চুলকে বেশি নম্বর দেবেন আপনি?

শিমরন হেটমায়ার - চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলছেন শিমরন হেটমায়ার (Shimron Hetmyer)। গোলাপি শহরের দলে খেলার খাতিরে চুলের রঙও গোলাপি করিয়ে নিয়েছেন ক্যারিবিয়ান তারকা। ম্যাচের মাঝে হেটমায়ারের গোলাপি চুল বেশ নজর কাড়ে।