IPL 2022: নাতাশা থেকে জুলিয়া, আইপিএলে নজর কাড়বেন গুজরাত টাইটান্সের ক্রিকেটারদের সুন্দরী স্ত্রীরা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Mar 28, 2022 | 3:43 PM
আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলে (IPL) অভিষেক হতে চলেছে দুটো নতুন দলের। একটা হল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans) আর অপরটা হল লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের তৃতীয় দিনের খেলা আজ। হার্দিকরা মাঠে নামার আগে দেখে নিন গুজরাতের ক্রিকেটারদের সুন্দরী স্ত্রীদের কিছু ছবি...
1 / 5
হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা স্তানকোভিচ - আইপিএলের নতুন দল গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার স্ত্রী হলেন নাতাশা স্তানকোভিচ। বলিউড অভিনেত্রী সুন্দরী নাতাশাকে কে না চেনেন। ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন হার্দিক-নাতাশা। তাঁদের একমাত্র সন্তান অগস্ত্যার জন্ম ২০২০ সালে।
2 / 5
জয়ন্ত যাদবের স্ত্রী দিশা চাওলা - ভারতীয় ক্রিকেটার জয়ন্ত যাদবও রয়েছেন হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সে। জয়ন্তের স্ত্রী হলেন দিশা চাওলা। তিনি ও জয়ন্ত ছেলেবেলার বন্ধু। ২০১৯ সালে তাঁদের এনগেজমেন্ট হয়েছিল। এবং তাঁরা ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
3 / 5
ম্যাথু ওয়েডের স্ত্রী জুলিয়া ওয়েড - অজি তারকা ক্রিকেটার ম্যাথু ওয়েডের স্ত্রী জুলিয়া ওয়েড। ২০০৩ সাল থেকে একে অপরের সঙ্গে ডেট করার পর ২০১৩ সালে তাঁরা বিয়ে করেন। ম্যাথু-জুলিয়ার দুটি কন্যাসন্তান রয়েছে।
4 / 5
রাহুল তেওয়াটিয়ার স্ত্রী রিধি পান্নু - গুজরাত টাইটান্সের অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়ার স্ত্রী হলেন রিধি পান্নু। তিনি একজন মডেল। ২০২১ সালের ফেব্রুয়ারিতে বাগদান সেরেছিলেন রাহুল-রিধি। তারপর গত বছর ফেব্রুয়ারিতে তাঁদের চারহাত এক হয়।
5 / 5
বিজয় শঙ্করের স্ত্রী বৈশালী বিশ্বেশ্বরণ - গুজরাত টাইটান্সের অলরাউন্ডার বিজয় শঙ্করের স্ত্রী বৈশালী বিশ্বশ্বরণ। পেশায় তিনি চেন্নাইয়ের পার্ট-টাইম শিক্ষিকা। ২০২১ সালে সুন্দরী বৈশালীর সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়েন বিজয় শঙ্কর।