হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা স্তানকোভিচ - আইপিএলের নতুন দল গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার স্ত্রী হলেন নাতাশা স্তানকোভিচ। বলিউড অভিনেত্রী সুন্দরী নাতাশাকে কে না চেনেন। ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন হার্দিক-নাতাশা। তাঁদের একমাত্র সন্তান অগস্ত্যার জন্ম ২০২০ সালে।
জয়ন্ত যাদবের স্ত্রী দিশা চাওলা - ভারতীয় ক্রিকেটার জয়ন্ত যাদবও রয়েছেন হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সে। জয়ন্তের স্ত্রী হলেন দিশা চাওলা। তিনি ও জয়ন্ত ছেলেবেলার বন্ধু। ২০১৯ সালে তাঁদের এনগেজমেন্ট হয়েছিল। এবং তাঁরা ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
ম্যাথু ওয়েডের স্ত্রী জুলিয়া ওয়েড - অজি তারকা ক্রিকেটার ম্যাথু ওয়েডের স্ত্রী জুলিয়া ওয়েড। ২০০৩ সাল থেকে একে অপরের সঙ্গে ডেট করার পর ২০১৩ সালে তাঁরা বিয়ে করেন। ম্যাথু-জুলিয়ার দুটি কন্যাসন্তান রয়েছে।
রাহুল তেওয়াটিয়ার স্ত্রী রিধি পান্নু - গুজরাত টাইটান্সের অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়ার স্ত্রী হলেন রিধি পান্নু। তিনি একজন মডেল। ২০২১ সালের ফেব্রুয়ারিতে বাগদান সেরেছিলেন রাহুল-রিধি। তারপর গত বছর ফেব্রুয়ারিতে তাঁদের চারহাত এক হয়।
বিজয় শঙ্করের স্ত্রী বৈশালী বিশ্বেশ্বরণ - গুজরাত টাইটান্সের অলরাউন্ডার বিজয় শঙ্করের স্ত্রী বৈশালী বিশ্বশ্বরণ। পেশায় তিনি চেন্নাইয়ের পার্ট-টাইম শিক্ষিকা। ২০২১ সালে সুন্দরী বৈশালীর সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়েন বিজয় শঙ্কর।