
সঞ্জু স্যামসনের স্ত্রী চারুলতা রমেশ - রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন তাঁর দীর্ঘদিনের বান্ধবী চারুলতা রমেশের সঙ্গে ২০১৮ সালে বিয়ে করেন। কলেজের সময় থেকেই সঞ্জু ও সুন্দরী চারুলতা প্রেম করতেন।

জস বাটলারের স্ত্রী লুইস ওয়েবার - ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলারের স্ত্রী হলেন লুইস ওয়েবার। তিনি পেশায় একজন ফিটনেস ইন্সট্রাক্টর। একে অপরের সঙ্গে দীর্ঘদিন ডেট করার পর বিয়ে করেন বাটলার ও লুইস। তাঁদের ফুটফুটে দুটি কন্যা সন্তান রয়েছে।

যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভর্মা - ভারতীয় তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এই মরসুমে আইপিএলে খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। যুজির স্ত্রী ধনশ্রী ভর্মা পেশায় একজন ডেন্টিস্ট ও পেশাদার ডান্সার-কোরিওগ্রাফার। ২০২০ সালের ২২ ডিসেম্বর চাহাল ও ধনশ্রী সাতপাঁকে বাঁধা পড়েন।

ট্রেন্ট বোল্টের স্ত্রী গ্রেটি স্মিথ - নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্টের স্ত্রী হলেন গ্রেটি স্মিথ। গ্রেটি পেশায় শিক্ষিকা। ২০১৬ সালে ট্রেন্ট ও গ্রেটি এনগেজমেন্ট সেরেছিলেন। এরপর তাঁরা ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের একমাত্র পুত্র সন্তানের জন্ম ২০১৮ সালে।

রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণ - ভারতীয় তারকা অফ স্পিনার ও রাজস্থান রয়্যালসের নতুন সদস্য রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণ। ছেলেবেলার বন্ধু অশ্বিন ও প্রীতি। ২০১১ সালে বিয়ে করেছিলেন তাঁরা। অশ্বিন-প্রীতির দুটি মেয়ে রয়েছে।