শ্রেয়স গোপালের স্ত্রী নিকিতা শিব - সানরাইজার্স হায়দরাবাদের প্লেয়ার শ্রেয়স গোপালের স্ত্রী হলেন নিকিতা শিব। তিনি মনিপাল ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে পড়াশুনা করেছেন। তারপর তিনি বেঙ্গালুরুর বিভিন্ন সফ্টওয়্যার অর্গানাইজেশনে কাজ করেছেন। দীর্ঘদিনের বান্ধবী নিকিতার সঙ্গে ২০২১ সালের ডিসেম্বরে শ্রেয়স বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
নিকোলাস পুরানের স্ত্রী ক্যাথরিনা মিগুয়েল - ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার নিকোলাস পুরানের স্ত্রী হলেন ক্যাথরিনা মিগুয়েল। ছেলেবেলা থেকেই একে অপরকে চিনতেন। তবে ২০১৪ সাল থেকে তাঁরা ডেট করা শুরু করেন। এর পর ২০২১ সালের জুনে নিকোলাস ও ক্যাথরিনা বিয়ে করেন।
ভুবনেশ্বর কুমারের স্ত্রী নুপুর নাগর - ভারতীয় তারকা বোলার ও সানরাইজার্স হায়দরাবাদের প্লেয়ার ভুবনেশ্বর কুমারের স্ত্রী নুপুর নাগর। ভুবির স্ত্রী পেশায় ইঞ্জিনিয়ার। ছেলেবেলা থেকেই একে অপরকে চিনতেন। ২০১৭ সালে নুপুরের সঙ্গে বিয়ে হয় ভুবির। তাঁদের একমাত্র কন্যাসন্তানের জন্য ২০২১ সালের নভেম্বরে।
টি নটরাজনের স্ত্রী পবিত্রা নটরাজন - স্কুলে পড়ার সময় থেকে একে অপরকে চিনতেন টি নটরাজন ও পবিত্রা। ২০১৭ সালে এনগেজমেন্ট সারেন তাঁরা। এরপর ২০১৮ সালে নটরাজন-পবিত্রার চারহাত এক হয়। ২০২১ সালে তাঁদের একমাত্র কন্যাসন্তান হান্ভিকার জন্ম।
কেন উইলিয়ামসনের স্ত্রী সারাহ রহিম - নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসের কাঁধে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের ক্যাপ্টেন্সির দায়িত্ব। ২০১৫ সাল থেকে সারাহর সঙ্গে ডেট করছেন কেন। তাঁদের বিয়ে না হলেও ২০২০ সালের ডিসেম্বরে একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সারাহ। উইলিয়ামসন সেই খবর নিজেই ইন্সটাগ্রামে পোস্ট করে জানিয়েছিলেন। তবে তাঁরা নিজেদের সম্পর্ক সেভাবে প্রকাশ্যে আনেননি।