Ravindra Jadeja: ছবিতে দেখুন জাডেজার সেরা ৫ অল-রাউন্ড পারফরম্যান্স
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Mar 07, 2022 | 8:10 PM
মোহালি টেস্টে ভারতের দাপুটে জয়ের নেপথ্যে রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে বিরাট কোহলির শততম টেস্টটা ব্যাটে-বলে রাঙিয়ে দিয়েছেন রবীন্দ্র জাডেজা। ভারতের প্রথম ইনিংসে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলে যান জাড্ডু। এর পর ৪১ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিংয়ে ভাঙন ধরান জাডেজা। তাঁকে যোগ্য় সঙ্গ দিতে থাকেন অশ্বিন। এরপর দ্বিতীয় ইনিংসে ৪৬ রানের বিনিময়ে ৪ উইকেট পান জাডেজা।
1 / 5
অজিদের বিরুদ্ধে ২০১৩ সালের টেস্টে - অজিদের বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংসে জাডেজা ৪৩ রান করেছিলেন। এবং প্রথম ইনিংসে ৪০ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছিলেন। এবং দ্বিতীয় ইনিংসে ৫৮ রানের বিনিময়ে ৫টি উইকেট নিয়েছিলেন। এটিই ছিল জাডেজার প্রথম প্লেয়ার অব দ্য ম্যাচের পারফরম্যান্স। প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পর ৭ নম্বরে নেমে দলের হয়ে গুরুত্বপূর্ণ ৪৩ রান করেছিলেন জাডেজা। যার সুবাদে ভারত প্রথম ইনিংসে ২৭২ রান তুলেছিল।
2 / 5
প্রোটিয়াদের বিরুদ্ধে ২০১৫ সালের টেস্টে - ব্যাট হাতে প্রথম ইনিংসে ৩৮ রান এবং ৫৫ রানের বিনিময়ে ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ৮ রান ও ২১ রানের বিনিময়ে ৫ উইকেট। এই পারফরম্যান্সটি জাডেজার জন্য খুব গুরুত্বপূর্ণ। দল থেকে বাদ পড়ার পরে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করেছিলেন জাড্ডু। তাই তাঁকে টেস্ট দলে ফিরিয়ে আনা হয়েছিল। ভারত প্রথম ইনিংসে যে ২০১ রান তুলেছিল তাতে জাডেজার ৩৮ রানটি ছিল ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান।
3 / 5
শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৭ সালের টেস্টে - কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট হাতে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন জাডেজা এবং ভারত শেষ অবধি ৯ উইকেট হারিয়ে ৬২২ রান তোলে। এর পর ৮৫ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন তিনি। পাশাপাশি অশ্বিন ৬৯ রান দিয়ে ৫ উইকেট তুলে নেওয়ায় ১৮৩ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। এর পর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ১৫২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন জাডেজা।
4 / 5
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৭ সালের টেস্টে - ধর্মশালাতে অজিদের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে অজিঙ্ক রাহানে দলকে প্রথম বার নেতৃত্ব দিয়েছিলেন। প্রথম ইনিংসে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৬৩ রান করেছিলেন জাডেজা। তাতে ভর করে ভারত ৩৩২ রান তুলেছিল। এর পর প্রথম ইনিংসে ৫৭ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর ২৪ রানের বিনিময়ে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন জাডেজা। এবং ভারত ওই টেস্ট জেতার পাশাপাশি সিরিজও জিতে নেয়।
5 / 5
শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০২২ সালের টেস্টে - মোহালিতে বিরাট কোহলির শততম টেস্টটা ব্যাটে-বলে রাঙিয়ে দিয়েছেন রবীন্দ্র জাডেজা। ভারতের প্রথম ইনিংসে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলে যান জাডেজা। এর পর ৪১ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিংয়ে ভাঙন ধরান জাডেজা। তাঁকে যোগ্য় সঙ্গ দিতে থাকেন অশ্বিন। এরপর দ্বিতীয় ইনিংসে ৪৬ রানের বিনিময়ে ৪ উইকেট পান জাডেজা। অশ্বিন-জাডেজার দুর্ধর্ষ বোলিংয়ে লঙ্কানরা ৩দিনেই থেমে যায়। যার ফলে এক ইনিংস ও ২২২ রানে ম্যাচ জিতে নেয় ভারত। এবং ম্যাচের সেরার পুরষ্কারও পান তিনি।