IPL 2022: ছবিতে দেখুন এ বারের আইপিএলের সেরা কিছু ক্যাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 14, 2022 | 11:08 AM

ক্রিকেটে একটা জনপ্রিয় কথা ধরো ক্যাচ, জেতো ম্যাচ। এ বারের আইপিলেও (IPL 2022) ইতিমধ্যেই দেখা গিয়েছে বেশ কয়েকটা চোখধাঁধানো ক্যাচ। টুর্নামেন্ট সবে তো শুরু হয়েছে। আইপিএল-১৫ যত এগোবে এই ধরণের আরও অনেক ক্যাচ দেখতে পাবে ক্রিকেটপ্রেমীরা। ২২ গজে ক্যাচ ধরাতে পিছিয়ে নেই প্রবীণ ক্রিকেটাররাও। পাল্লা দিয়ে তরুণ ক্রিকেটারদের সঙ্গে তাঁরাও তালুবন্দি করছেন একাধিক ক্যাচ। আপতত দেখে নিন এ বারের আইপিএলের সেরা কিছু ক্যাচ...

1 / 5
অম্বাতি রায়ডু - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচ চলাকালীন ১৬তম ওভারে আকাশদীপের দুরন্ত ক্যাচ ধরেন অম্বাতি রায়ডু (Ambati Rayudu)। সামনের দিকে ঝাঁপিয়ে এক হাতে দারুণ ক্যাচ নেন সিএসকের এই প্রবীণ ক্রিকেটার।

অম্বাতি রায়ডু - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচ চলাকালীন ১৬তম ওভারে আকাশদীপের দুরন্ত ক্যাচ ধরেন অম্বাতি রায়ডু (Ambati Rayudu)। সামনের দিকে ঝাঁপিয়ে এক হাতে দারুণ ক্যাচ নেন সিএসকের এই প্রবীণ ক্রিকেটার।

2 / 5
কুলদীপ যাদব - দিল্লি ক্যাপিটালসের হয়ে এই মরসুমে খেলছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। গত আইপিএলে কেকেআরে ছিলেন। কিন্তু খেলার সুযোগ পাচ্ছিলেন না। এ বারের আইপিএলে দিল্লি বনাম কেকেআর ম্যাচে নাইটদের ইনিংসের ১৬তম ওভারে উমেশ যাদবের দুরন্ত ক্যাচ নেন কেকেআরের ব্রাত্য কুলদীপ।

কুলদীপ যাদব - দিল্লি ক্যাপিটালসের হয়ে এই মরসুমে খেলছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। গত আইপিএলে কেকেআরে ছিলেন। কিন্তু খেলার সুযোগ পাচ্ছিলেন না। এ বারের আইপিএলে দিল্লি বনাম কেকেআর ম্যাচে নাইটদের ইনিংসের ১৬তম ওভারে উমেশ যাদবের দুরন্ত ক্যাচ নেন কেকেআরের ব্রাত্য কুলদীপ।

3 / 5
রাহুল ত্রিপাঠী - নাইটদের প্রাক্তন তারকা রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi) এ বারের আইপিএলে খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। হায়দরাবাদ বনাম গুজরাতের ম্যাচ চলাকালীন গুজরাতের ইনিংসের তৃতীয় ওভারে শুভমন গিলের দুরন্ত ক্যাচ নেন ত্রিপাঠী।

রাহুল ত্রিপাঠী - নাইটদের প্রাক্তন তারকা রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi) এ বারের আইপিএলে খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। হায়দরাবাদ বনাম গুজরাতের ম্যাচ চলাকালীন গুজরাতের ইনিংসের তৃতীয় ওভারে শুভমন গিলের দুরন্ত ক্যাচ নেন ত্রিপাঠী।

4 / 5
শুভমন গিল - চলতি আইপিএলে গুজরাত টাইটান্সের জার্সিতে দেখা যাচ্ছে প্রাক্তন নাইট তারকা শুভমন গিলকে (Shubman Gill)। তিনি লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচেই চোখ ধাঁধানো এক ক্যাচ নিয়ে খবরের শিরোনামে এসেছিলেন। মিড উইকেট থেকে ২০ গজ ছুটে এসে এভিন লুইসের দুর্দান্ত ক্যাচ নেন গিল।

শুভমন গিল - চলতি আইপিএলে গুজরাত টাইটান্সের জার্সিতে দেখা যাচ্ছে প্রাক্তন নাইট তারকা শুভমন গিলকে (Shubman Gill)। তিনি লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচেই চোখ ধাঁধানো এক ক্যাচ নিয়ে খবরের শিরোনামে এসেছিলেন। মিড উইকেট থেকে ২০ গজ ছুটে এসে এভিন লুইসের দুর্দান্ত ক্যাচ নেন গিল।

5 / 5
লিয়াম লিভিংস্টোন - এই আইপিএলে প্রীতির পঞ্জাবে খেলছেন লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চলতি আইপিএলে পঞ্জাব কিংসের ম্যাচে সিএসকের ১৫তম ওভারে চেন্নাইয়ের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোর দুরন্ত ক্যাচ নেন লিভিংস্টোন।

লিয়াম লিভিংস্টোন - এই আইপিএলে প্রীতির পঞ্জাবে খেলছেন লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চলতি আইপিএলে পঞ্জাব কিংসের ম্যাচে সিএসকের ১৫তম ওভারে চেন্নাইয়ের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোর দুরন্ত ক্যাচ নেন লিভিংস্টোন।

Next Photo Gallery