অম্বাতি রায়ডু - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচ চলাকালীন ১৬তম ওভারে আকাশদীপের দুরন্ত ক্যাচ ধরেন অম্বাতি রায়ডু (Ambati Rayudu)। সামনের দিকে ঝাঁপিয়ে এক হাতে দারুণ ক্যাচ নেন সিএসকের এই প্রবীণ ক্রিকেটার।
কুলদীপ যাদব - দিল্লি ক্যাপিটালসের হয়ে এই মরসুমে খেলছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। গত আইপিএলে কেকেআরে ছিলেন। কিন্তু খেলার সুযোগ পাচ্ছিলেন না। এ বারের আইপিএলে দিল্লি বনাম কেকেআর ম্যাচে নাইটদের ইনিংসের ১৬তম ওভারে উমেশ যাদবের দুরন্ত ক্যাচ নেন কেকেআরের ব্রাত্য কুলদীপ।
রাহুল ত্রিপাঠী - নাইটদের প্রাক্তন তারকা রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi) এ বারের আইপিএলে খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। হায়দরাবাদ বনাম গুজরাতের ম্যাচ চলাকালীন গুজরাতের ইনিংসের তৃতীয় ওভারে শুভমন গিলের দুরন্ত ক্যাচ নেন ত্রিপাঠী।
শুভমন গিল - চলতি আইপিএলে গুজরাত টাইটান্সের জার্সিতে দেখা যাচ্ছে প্রাক্তন নাইট তারকা শুভমন গিলকে (Shubman Gill)। তিনি লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচেই চোখ ধাঁধানো এক ক্যাচ নিয়ে খবরের শিরোনামে এসেছিলেন। মিড উইকেট থেকে ২০ গজ ছুটে এসে এভিন লুইসের দুর্দান্ত ক্যাচ নেন গিল।
লিয়াম লিভিংস্টোন - এই আইপিএলে প্রীতির পঞ্জাবে খেলছেন লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চলতি আইপিএলে পঞ্জাব কিংসের ম্যাচে সিএসকের ১৫তম ওভারে চেন্নাইয়ের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোর দুরন্ত ক্যাচ নেন লিভিংস্টোন।