IPL 2022: চলতি আইপিএলে নজর কেড়েছে যে খুদেরা, দেখে নিন তাদের ছবি
আইপিএল-২০২২ (IPL 2022) এর ৩৩টি ম্যাচ হয়ে গিয়েছে। করোনার কারণে বায়ো বাবলে রয়েছেন সকল প্লেয়াররা। টুর্নামেন্ট চলবে প্রায় টানা দু'মাস ধরে। যে কারণে প্লেয়াররা তাঁদের পরিবারের সঙ্গে থাকার সুযোগ পেয়েছেন। চলতি আইপিএলের একাধিক ম্যাচে ক্রিকেটারদের সন্তানরা বেশ নজর কেড়েছেন। তার মধ্যে এক ম্যাচে ডেভিড ওয়ার্নার আউট হতেই তাঁর মেয়েদের কান্না ছিল দেখার মতো। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে। দেখে নিন রোহিত কন্যা সামাইরা থেকে ওয়ার্নার কন্যাদের কিছু মন ছুঁয়ে যাওয়া ছবি...