
ঋষভ পন্থ - ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) এর আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাঠে নিজের জাত চিনিয়েছেন। এ বার দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে কেরিয়ারের প্রথম ম্যাচ খেলার পালা। পন্থ এই ম্যাচে অন্যান্য বিদেশ সফরের মতো ছাপ ফেলে রাখতে চাইবেন। (ছবি-বিসিসিআই টুইটার)

এবার আইপিএলে এবার বড় দায়িত্ব পেতে চলেছে মায়াঙ্ক আগরওয়াল। Pics Courtesy: Twitter

শার্দূল ঠাকুর - ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার অনুপস্থিতিতে শার্দূল ঠাকুরের (Shardul Thakur) ওপর ভরসা রাখতে চলেছে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের দেশে এর আগে কখনও খেলেননি শার্দূল। কিন্তু বলের পাশাপাশি ব্যাট হাতেও প্রয়োজনীয় কাজ করে দিতে সেরা শার্দূল। ফলে সুযোগ পেলে তিনিও রামধনুর দেশে জ্বলে উঠতে পারেন। (ছবি-বিসিসিআই টুইটার)

মহম্মদ সিরাজ - ভারতের বোলিং বিভাগে জসপ্রীত বুমরা, মহম্মদ সামির মতো সিমার থাকলেও মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ক্রমশ তাঁর একটা আলাদা পরিচিতি তৈরি করে চলেছেন। ফলে প্রোটিয়াদের দেশে সুযোগ পেলে সিরাজও যে চমকে দেবেন, এমনটাই ধারণা বিশেষজ্ঞমহলের। (ছবি-বিসিসিআই টুইটার)

শ্রেয়স আইয়ার - নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে সদ্য অভিষেক হয়েছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। প্রোটিয়াদের বিরুদ্ধে তিনি খেলার সুযোগ পেলে সেটা যে কাজে লাগাবেন তা নিশ্চিত। (ছবি-বিসিসিআই টুইটার)