Best T20I Batters: ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে সেরা ৯ ব্যাটার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 23, 2021 | 5:30 PM

Year Ender 2021: পাঁচ বছরের বিরতির পর ২০২১ সালে ক্রিকেটপ্রেমীরা ফের একবার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সাক্ষী হয়েছে। বিশ্বকাপ চলাকালীন বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে পেয়েছে গোটা বিশ্ব। প্রতিটা দলেই একাধিক গুরুত্বপূর্ণ প্লেয়ার থাকলেও, এক নজরে দেখে নেওয়া যাক, টি-২০ ক্রিকেটে একুশের সেরা ৯ ব্যাটারদের...

1 / 9
রোহিত শর্মা - ভারতের সীমিত ওভারের ক্রিকেটের নতুন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। এ বারের টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ভারত বিদায় নিলেও, বিশ্বকাপ চলাকালীন হিটম্যান টি-২০ ক্রিকেটে তিন হাজার রানের রেকর্ড পূর্ণ করে ফেলেছিলেন। ভারতের হয়ে ২০২১ সালে টি-২০ ক্রিকেটে ৪০০-র বেশি রান রয়েছে রোহিতের ঝুলিতে।  (ছবি-বিসিসিআই টুইটার)

রোহিত শর্মা - ভারতের সীমিত ওভারের ক্রিকেটের নতুন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। এ বারের টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ভারত বিদায় নিলেও, বিশ্বকাপ চলাকালীন হিটম্যান টি-২০ ক্রিকেটে তিন হাজার রানের রেকর্ড পূর্ণ করে ফেলেছিলেন। ভারতের হয়ে ২০২১ সালে টি-২০ ক্রিকেটে ৪০০-র বেশি রান রয়েছে রোহিতের ঝুলিতে। (ছবি-বিসিসিআই টুইটার)

2 / 9
ডেভন কনওয়ে - বর্তমানে নিউজিল্যান্ডের বাঁ হাতি ব্যাটার ডেভন কনওয়ে (Devon Conway) টি-২০ ব়্যাঙ্কিংয়ের ৭ নম্বরে রয়েছেন। কিউয়িদের হয়ে কনওয়ে ওপেনিংয়ে নামলেও টি-২০ বিশ্বকাপে তিনি মিডল অর্ডারে নেমেছিলেন। এ বারের বিশ্বকাপে ছয় ম্যাচে ১২৯ এসেছিল কনওয়ের ব্যাট থেকে। তবে সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের কারণে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে খেলা হয়নি কনওয়ের।

ডেভন কনওয়ে - বর্তমানে নিউজিল্যান্ডের বাঁ হাতি ব্যাটার ডেভন কনওয়ে (Devon Conway) টি-২০ ব়্যাঙ্কিংয়ের ৭ নম্বরে রয়েছেন। কিউয়িদের হয়ে কনওয়ে ওপেনিংয়ে নামলেও টি-২০ বিশ্বকাপে তিনি মিডল অর্ডারে নেমেছিলেন। এ বারের বিশ্বকাপে ছয় ম্যাচে ১২৯ এসেছিল কনওয়ের ব্যাট থেকে। তবে সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের কারণে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে খেলা হয়নি কনওয়ের।

3 / 9
মহম্মদ রিজওয়ান - পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) চলতি বছরে টি-২০ ক্রিকেটে রাজত্ব চালিয়েছেন।  পাকিস্তান এ বারের বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছিল। রিজওয়ান টি-২০ বিশ্বকাপের ৬ ম্যাচে ২৮১ রান করেছিলেন।

মহম্মদ রিজওয়ান - পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) চলতি বছরে টি-২০ ক্রিকেটে রাজত্ব চালিয়েছেন। পাকিস্তান এ বারের বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছিল। রিজওয়ান টি-২০ বিশ্বকাপের ৬ ম্যাচে ২৮১ রান করেছিলেন।

4 / 9
মিচেল মার্শ - অস্ট্রেলিয়ার ব্যাটার মিচের মার্শ (Mitchell Marsh) ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ৫০ বলে ৭৭ রানের নট আউট ইনিংস খেলেন। সেই ম্যাচ জেতানো ইনিংসটার সুবাদে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারটাও যায় মার্শের ঝুলিতে।

মিচেল মার্শ - অস্ট্রেলিয়ার ব্যাটার মিচের মার্শ (Mitchell Marsh) ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ৫০ বলে ৭৭ রানের নট আউট ইনিংস খেলেন। সেই ম্যাচ জেতানো ইনিংসটার সুবাদে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারটাও যায় মার্শের ঝুলিতে।

5 / 9
জস বাটলার - ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার (Jos Buttler) এ বারের টি-২০ বিশ্বকাপের ৬টি ম্যাচে মোট ২৬৯ রান করেছিলেন। এছাড়াও শ্রীলঙ্কার বিরুদ্ধে টুর্নামেন্টে তাঁর সেঞ্চুরিটা বিশেষ আলোচিত ইনিংসের একটি।

জস বাটলার - ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার (Jos Buttler) এ বারের টি-২০ বিশ্বকাপের ৬টি ম্যাচে মোট ২৬৯ রান করেছিলেন। এছাড়াও শ্রীলঙ্কার বিরুদ্ধে টুর্নামেন্টে তাঁর সেঞ্চুরিটা বিশেষ আলোচিত ইনিংসের একটি।

6 / 9
এইডেন মার্করাম - দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম (Aiden Markram) এ বারের বিশ্বকাপে প্রোটিয়াদের মিডল অর্ডার সামলেছিলেন। টি-২০ বিশ্বকাপে ৫ ম্যাচে খেলে ১৬২ রান করেন মার্করাম। যার মধ্যে ছিল ২টি হাফসেঞ্চুরিও।

এইডেন মার্করাম - দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম (Aiden Markram) এ বারের বিশ্বকাপে প্রোটিয়াদের মিডল অর্ডার সামলেছিলেন। টি-২০ বিশ্বকাপে ৫ ম্যাচে খেলে ১৬২ রান করেন মার্করাম। যার মধ্যে ছিল ২টি হাফসেঞ্চুরিও।

7 / 9
মহম্মদ নঈম - ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের দলগত পারফরম্যান্স তেমন ভালো না হলেও, মহম্মদ নঈম (Mohammad Naim) দলের হয়ে সব থেকে বেশি রান করেছিলেন। বিশ্বকাপের ৭ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ১৭৪ রান।

মহম্মদ নঈম - ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের দলগত পারফরম্যান্স তেমন ভালো না হলেও, মহম্মদ নঈম (Mohammad Naim) দলের হয়ে সব থেকে বেশি রান করেছিলেন। বিশ্বকাপের ৭ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ১৭৪ রান।

8 / 9
পত্থুম নিশঙ্কা - এ বারের টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পত্থুম নিশঙ্কা (Pathum Nissanka)। বিশ্বকাপে মোট ৮ ম্যাচে খেলে ২২১ রান করেছিলেন তিনি।

পত্থুম নিশঙ্কা - এ বারের টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পত্থুম নিশঙ্কা (Pathum Nissanka)। বিশ্বকাপে মোট ৮ ম্যাচে খেলে ২২১ রান করেছিলেন তিনি।

9 / 9
নাজিবউল্লাহ জর্ডান - এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার হলেন নাজিবউল্লাহ জর্ডান (Najibullah Zadran)। বিশ্বকাপের ৮ ম্যাচে ২৫৬ রান করেছিলেন তিনি।

নাজিবউল্লাহ জর্ডান - এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার হলেন নাজিবউল্লাহ জর্ডান (Najibullah Zadran)। বিশ্বকাপের ৮ ম্যাচে ২৫৬ রান করেছিলেন তিনি।

Next Photo Gallery