যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) - রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল চলতি আইপিএল-এর পার্পল ক্যাপের মালিক হয়েছেন। ২০২২ এর আইপিএলে চাহাল ১৭টি ম্যাচে খেলে মোট ৬৮ ওভার বল করে ৫২৭ রান দিয়ে ২৭টি উইকেট নিয়েছেন। যার মধ্যে রয়েছে একটি ফাইফারও (৪০/৫)।
ভানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga) - এ বারের আইপিএলে সেরা ৫ বোলারদের তালিকায় জায়গা করে নিয়েছেন আরসিবির হাসারঙ্গা। আইপিএল-২০২২ এর ১৬টি ম্যাচে খেলে ২৬টি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার হাসারঙ্গা। এবং ৫৭ ওভার বল করে ৪৩০ রান খরচ করেছেন আরসিবির হাসারঙ্গা। যার মধ্যে রয়েছে একটি ফাইফারও (১৮/৫)। ইকোনমি ৭.৫৪।
মহম্মদ সামি (Mohammad Shami) - গুজরাত টাইটান্সের মহম্মদ সামি এ বারের আইপিএলের ১৬টি ম্যাচে খেলে ২০টি উইকেট নিয়েছেন। মোট ৬১ ওভার বল করে দিয়েছেন ৪৪৫ রান। সেরা বোলিং ইনিংস ২৫/৩।
উমরান মালিক (Umran Malik) - অরেঞ্জ আর্মির উমরান এ বারের আইপিএলে ১৪টি ম্যাচে খেলে, ৪৯.১ ওভার বল করে ২২টি উইকেট নিয়েছেন। গতির ঝড় তোলা উমরান খরচ করেছে ৪৪৪ রান। একটি ফাইফারও রয়েছে উমরানের ঝুলিতে (২৫/৫)। ইকোনমি ৯.০৩।
কুলদীপ যাদব (Kuldeep Yadav) - দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব আইপিএল-২০২২ এ দারুণ পারফর্ম করেছেন। মোট ১৪টি ম্যাচে খেলেছেন চায়নাম্যান বোলার। এবং ১৪টি ম্যাচে মোট ৪৯.৪ ওভার বল করে ৪১৯ রান খরচ করেছেন। এবং কুলদীপ ঝুলিতে ভরেছেন ২১টি উইকেট। সেরা বোলিং ইনিংস ১৪/৪।