ফাফ দু'প্লেসি (Faf Du Plessis) - চেন্নাই সুপার কিংসের হয়ে গত মরসুমে দুর্দান্ত ফিল্ডিং করতে দেখা গিয়েছিল প্রোটিয়া তারকা ক্রিকেটার ফাফ দু'প্লেসিকে। একাধিক ম্যাচে শূন্যে শরীর ছুড়ে দিয়ে ক্যাচও নিয়েছিলেন দু'প্লেসি। আসন্ন মরসুমে আরসিবির হয়ে তাঁকে মাঠে ফের স্বমেজাজে ফিল্ডিং করতে দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা।
বিরাট কোহলি (Virat Kohli) - ভারতের ও আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি নিজেকে ফিট রাখার জন্য কম কসরত করেন না। যার ছাপ ২২ গজেও দেখা যায়। আইপিএলের একাধিক ম্যাচে দারুণ ফিল্ডিং করতে দেখা গিয়েছে ভিকেকে। ফলে এ বারের আইপিএলেও বিরাটের ফিল্ডিংয়ের দিকে নজর থাকবে।
রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) - ফিল্ডিংয়ের কথা আসবে, আর তাতে ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার নাম থাকবে না, তা হয় না। চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাটে-বলে কামাল দেখানোর পাশাপাশি ফিল্ডিংয়েও চমক দেখিয়েছেন জাড্ডু। এ বারের আইপিএলে চেন্নাইয়ের নতুন নেতা হয়ে ফিল্ডিংয়ে কেমন নজর কাড়তে পারেন জাডেজা, সেদিকে বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) - মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৯২ টি ম্যাচে খেলে ৫৩টি ক্যাচ নিয়েছেন হার্দিক পান্ডিয়া। সঙ্গে ৭টি রান আউটও করেছেন তিনি। এ বারের আইপিএলে তিনি নেতৃত্ব দেবেন গুজরাত টাইটান্সকে। ফলে ফিট অলরাউন্ডার হার্দিকের ফিল্ডিংয়েও নজর থাকবে।
রশিদ খান (Rashid Khan) - বল হাতে জাদু দেখানোর পাশাপাশি আফগান তারকা স্পিনার রশিদ খান ২২ গজে ফিল্ডিংয়েও পটু। বাউন্ডারি লাইনের সামনে হোক, বা ছুট্টে গিয়ে বল তালুবন্দি করতে ওস্তাদ রশিদ খান। ফলে আসন্ন আইপিএলে বোলার রশিদের পাশাপাশি ফিল্ডার রশিদের দিকেও চোখ থাকবে।