Premier League: রোনাল্ডো-সালাহ… ইপিএলের ৫ ক্লাবে সপ্তাহে সর্বাধিক বেতন পান যাঁরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 04, 2022 | 9:00 AM

ইংলিশ প্রিমিয়ার লিগের (English Premier League) সঙ্গে যুক্ত সকল ক্লাবগুলির মধ্যে সাপ্তাহিক বেতন সব থেকে বেশি ম্যান ইউ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সদ্য লিভারপুলের সঙ্গে নতুন চুক্তিতে সই করে সপ্তাহে সর্বাধিক বেতন পাওয়া ইপিএল প্লেয়ারদের তালিকায় উন্নতি করেছেন মিশরের রাজপুত্র মহম্মদ সালাহ। আপনি কি জানেন রোনাল্ডোর পর ইপিএলের কোন ক্লাবের, কোন প্লেয়ার পান সপ্তাহে সর্বাধিক বেতন?

1 / 5
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ইপিএলের সব ক্লাবগুলির মধ্যে সাপ্তাহিক বেতনের দিক থেকে প্রথম স্থানে রয়েছেন। প্রতি সপ্তাহে সিআর সেভেন ম্যান ইউতে পান ৫১০,০০০ পাউন্ড।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ইপিএলের সব ক্লাবগুলির মধ্যে সাপ্তাহিক বেতনের দিক থেকে প্রথম স্থানে রয়েছেন। প্রতি সপ্তাহে সিআর সেভেন ম্যান ইউতে পান ৫১০,০০০ পাউন্ড।

2 / 5
লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি করার পর ইপিএলের সকল ক্লাবের সমস্ত প্লেয়ারদের সাপ্তাহিক বেতনের দিক থেকে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন মহম্মদ সালাহ (Mohamed Salah)। তিনি রেডসদের হয়ে প্রতি সপ্তাহে পান ৪০০,০০০ পাউন্ড।

লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি করার পর ইপিএলের সকল ক্লাবের সমস্ত প্লেয়ারদের সাপ্তাহিক বেতনের দিক থেকে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন মহম্মদ সালাহ (Mohamed Salah)। তিনি রেডসদের হয়ে প্রতি সপ্তাহে পান ৪০০,০০০ পাউন্ড।

3 / 5
ম্যাঞ্চেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন প্রতি সপ্তাহে পান ৪০০,০০০ পাউন্ড। এতদিন তিনিই ছিলেন ইপিএলের ক্লাবগুলির মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সাপ্তাহিক বেতন পাওয়া ফুটবলার। সালাহর নতুন চুক্তির পর ব্রুইনের মতোই প্রতি সপ্তাহে বেতন পাবেন।

ম্যাঞ্চেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন প্রতি সপ্তাহে পান ৪০০,০০০ পাউন্ড। এতদিন তিনিই ছিলেন ইপিএলের ক্লাবগুলির মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সাপ্তাহিক বেতন পাওয়া ফুটবলার। সালাহর নতুন চুক্তির পর ব্রুইনের মতোই প্রতি সপ্তাহে বেতন পাবেন।

4 / 5
ফ্রান্সের তারকা ফুটবলার এন গোলো কান্তে (N'Golo Kante) ইপিএলের ক্লাব চেলসিতে খেলেন। প্রতি সপ্তাহে তিনি ব্লুজদের হয়ে পান ২৯০,০০০ পাউন্ড।

ফ্রান্সের তারকা ফুটবলার এন গোলো কান্তে (N'Golo Kante) ইপিএলের ক্লাব চেলসিতে খেলেন। প্রতি সপ্তাহে তিনি ব্লুজদের হয়ে পান ২৯০,০০০ পাউন্ড।

5 / 5
ইপিএলের ক্লাবগুলির সাপ্তাহিক সর্বাধিক বেতন পাওয়া প্লেয়ারদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন টটেনহ্যামের তারকা ফুটবলার হ্যারি কেন। তিনি প্রতি সপ্তাহে পান ২০০,০০০ পাউন্ড করে।

ইপিএলের ক্লাবগুলির সাপ্তাহিক সর্বাধিক বেতন পাওয়া প্লেয়ারদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন টটেনহ্যামের তারকা ফুটবলার হ্যারি কেন। তিনি প্রতি সপ্তাহে পান ২০০,০০০ পাউন্ড করে।

Next Photo Gallery