যুজবেন্দ্র চাহাল (কেকেআরের বিরুদ্ধে ৫/৪০) - রাজস্থান রয়্য়ালসের এই তারকা বোলারের দখলেই বর্তমানে রয়েছে আইপিএলের পার্পল ক্যাপ (আইপিএলে সব থেকে বেশি উইকেটশিকারী বোলার পেয়ে থাকেন এই টুপি)। কেকেআরের বিরুদ্ধে রাজস্থানের শেষ ম্যাচে হ্যাটট্রিক নেওয়ার পাশাপাশি ৫টি উইকেট নিয়েছিলেন চাহাল। নাইটদের বিরুদ্ধে চাহালের হ্যাটট্রিক প্রায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এ বারের আইপিএলে প্রথম হ্যাটট্রিক করেছেন চাহাল। এখনও অবধি আইপিএল-১৫-র হাফ ডজন ম্যাচে খেলে বর্তমানে ১৭টি উইকেট নিয়েছেন যুজি।
কুলদীপ যাদব (কেকেআরের বিরুদ্ধে ৪/৩৫) - বাঁ হাতি স্পিনার কুলদীপ যাদবের আইপিএলের এই মরসুমটা বেশ ভালো কাটছে। প্রতিটা ম্যাচেই কুলদীপ বোঝাচ্ছেন আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য নির্বাচকরা তাঁর কথা মাথায় রাখেন। চাহালের ঠিক পরেই পার্পল ক্যাপের লড়াইয়ে রয়েছেন কুলদীপ। তিনি ৬টি ম্যাচে মোট ১৩টি উইকেট নিয়েছেন। ৭.৮৫ ইকোনমি রেট চায়নাম্যান বোলারের। চলতি আইপিএলের ১৯তম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ৩৫ রান দিয়ে চার উইকেট তুলে নেন কুলদীপ। ওই ম্যাচে ৪৪ রানে জিতে নেয় দিল্লি।
উমেশ যাদব (পঞ্জাবের বিরুদ্ধে ৪/২৩) - এ বারের আইপিএল শুরু হওয়ার পর বেশ কিছুদিন ধরে বেগুনি টুপির মালিক ছিলেন উমেশ যাদব। পাওয়ার প্লে-তে দলকে নিয়মিত উইকেট দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন উমেশ। এখনও অবধি চলতি আইপিএলে ৭ ম্যাচে খেলে ১০টি উইকেট নিয়েছেন উমেশ যাদব। আইপিএলের অষ্টম ম্য়াচে পঞ্জাবের বিরুদ্ধে ২৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন উমেশ। যা নিঃসন্দেহে উমেশের কাছ থেকে ম্যাচ জেতানো পারফরম্যান্স। ওই ম্যাচে ৬ উইকেটে জেতে নাইটরা।
আবেশ খান (হায়দরাবাদের বিরুদ্ধে ৪/২৪) - ভারতীয় তারকা পেসার আবেশ খান এ বারের নতুন দল লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে বেশ উজ্জ্বল। পার্পল ক্যাপের অন্যতম দাবিদারও আবেশ। এই মুহূর্তে তিনি পার্পল ক্যাপের দৌড়ে ৪ নম্বরে রয়েছেন। ৭টি ম্যাচে খেলে আবেশ নিয়েছেন ১১টি উইকেট। এ বারের আইপিএলের ১২তম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ২৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন আবেশ। ওই ম্যাচে ১২ রানে জেতে লখনউ।
ভানিন্দু হাসারঙ্গা (কেকেআরের বিরুদ্ধে ৪/২০) - আরসিবি যে তাঁকে নিয়ে ভুল করেননি তা প্রায় প্রতিটা ম্যাচেই প্রমাণ করছেন শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার ভানিন্দু হাসারঙ্গা। বেগুনি টুপি দখলের লড়াইয়ে প্রথম ৫-এ রয়েছেন হাসারঙ্গা। এখনও অবধি ৭ টি আইপিএলের ম্যাচে খেলে ১১ উইকেট নিয়েছেন হাসারঙ্গা। এ বারের আইপিএলের ছয় নম্বর ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ২০ রানের বিনিময়ে ৪ উইকেট নেন হাসারঙ্গা। ওই ম্যাচে ৩ উইকেটে জেতে আরসিবি।