
রবার্ট লেওয়ানডস্কি - পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski) একুশে সব থেকে বেশি গোল করেছেন। এ বছর ৫৫টি ম্যাচে খেলে তিনি ৬৯টি গোল করেছেন। ৪০ বছরের লেওয়ানডস্কি ব্যালন ডি'অর পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। কিন্তু লিওনেল মেসি এ বছর সেই খেতাব জিতেছেন। (ছবি- বায়ার্ন মিউনিখ টুইটার)

আর্লিং হলান্ড - বরুশিয়া ডর্টমুন্ডের (Borussia Dortmund) ২১ বছরের তারকা ফুটবলার আর্লিং হলান্ড (Erling Haaland) এ বছর ৪২ ম্যাচে ৪৩টি গোল করে, বছরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দু'নম্বরে রয়েছে। (ছবি-বরুশিয়া ডর্টমুন্ড টুইটার)

কিলিয়ান এমবাপে - পিএসজির তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ২০২১ সালে ৫২ ম্যাচে ৪১ গোল করে এই তালিকায় তিন নম্বরে রয়েছেন। (ছবি-কিলিয়ান এমবাপে ইন্সটাগ্রাম)

মহম্মদ সালাহ - মিশরের রাজপুত্র মহম্মদ সালাহ (Mohamed Salah) এই তালিকায় রয়েছেন চার নম্বরে। প্রিমিয়ার লিগে লিভারপুলের (Liverpool) হয়ে ১০০ গোল করা প্রথম ফুটবলার তিনি। সালাহ এ বছর ৫২ ম্যাচে ৪১টি গোল করেছেন। (ছবি-প্রিমিয়ার লিগ টুইটার)

করিম বেঞ্জেমা - রিয়াল মাদ্রিদের (Real Madrid) স্ট্রাইকার করিম বেঞ্জেমা (Karim Benzema) এ বছর ৪৮ ম্যাচে খেলে ৩৬ গোল করেছেন। এবং একুশে সব থেকে বেশি গোল করা ফুটবলারদের তালিকায় ৫ নম্বরে রয়েছেন তিনি। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

লিওনেল মেসি - ২০২১ সালে বার্সেলোনা, পিএসজি এবং আর্জেন্টিনার হয়ে ৪৪ টি ম্যাচে খেলেছেন লিওনেল মেসি (Lionel Messi)। এবং সব মিলিয়ে এ বছর আর্জেন্টাইন সুপারস্টার লিও মেসি ৩৪টি গোল করেছেন। এবং চলতি বছরে কোপা চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি, কেরিয়ারের সপ্তম ব্যালন ডি'অরও পেয়েছেন তিনি। (ছবি-লিওনেল মেসি ইন্সটাগ্রাম)

দুসান ভ্লাহোভিচ - একুশে সব থেকে বেশি গোল করা ফুটবলারদের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে দিয়েছেন ফিওরেন্টিনার (Fiorentina) দুসান ভ্লাহোভিচ (Dusan Vlahovic)। এ বছর তিনি ৪৪ ম্যাচে ৩৪টি গোল করেছেন।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো - চলতি বছরে ৪৯ টি ম্যাচে মোট ৩৩টি গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ বছর সব চেয়ে বেশি আন্তর্জাতির গোলের রেকর্ড গড়েছেন সিআর সেভেন। পর্তুগিজের জার্সিতে তাঁর নামের পাশে রয়েছে ১১৫টি গোল। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইন্সটাগ্রাম)

চিরো ইমমোবিল - চিরো ইমমোবিল (Ciro Immobile) এ বারের ইউরো কাপ ২০২০-তে প্রথম দুই ম্যাচে তুর্কি এবং সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে দুটি গোল পেয়েছিলেন। ইউরোপা লিগে নভেম্বরে গোল করে লাজিওর হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। চলতি বছরে ৪৬টি ম্যাচে ৩২টি গোল করেছেন ইমমোবিল। (Courtesy: Forbes)