
গাব্বায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় ভারতের - এ বছরের ক্রিকেটের সেরা মুহূর্তের তালিকায় অবশ্যই থাকবে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়। ৩২ বছর পর প্রথম বার গাব্বায় কোনও ম্যাচে হেরেছিল অস্ট্রেলিয়া।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের জয় - গত দু’বছর অক্লান্ত পরিশ্রম করে WTC ফাইনালে পৌঁছেছিল বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India) ও কেন উইলিয়ামসনের (Kane Williamson) নিউজিল্যান্ড (New Zealand)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে আইসিসি ট্রফি ঘরে নিয়ে গিয়েছিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

সিডনি টেস্টে পোলোসাকের ঐতিহাসিক মুহূর্ত -১৪৪ বছরের ইতিহাসে প্রথমবার। পুরুষদের টেস্টে ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে একজন মহিলা। ক্লেয়ার পোলোসাক (Claire Polosak)। ভারত-অস্ট্রেলিয়া সিডনি টেস্টে নজির গড়লেন পোলসাক। ৩২ বছরের ক্লেয়ার পালন করছেন ফোর্থ অফিসিয়ালের দায়িত্ব।

২০২১ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া - ৫ বারের ওয়ান ডে বিশ্বকাপজয়ীরা এই প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেল। দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণে কিউয়িদের সামনে থেকে কাপ ছিনিয়ে নিয়ে গেলেন ওয়ার্নাররা।

আজাজ প্যাটেলের এক ইনিংসে ১০ উইকেট - ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছেন নিউজিল্যান্ডের বাঁ হাতি স্পিনার। জিম লেকার, অনিল কুম্বলের দলে নাম লিখিয়ে ফেলেছেন আজাজ। তবে লেকার আর কুম্বলের সঙ্গে ফারাক একটাই, আগের দু’জন ঘরের মাঠেই নিয়েছিলেন ১০ উইকেট। আজাজ প্যাটেল (Ajaz Patel) তা নিয়েছেন বিদেশের মাটিতে।

২০২১ সালে স্মৃতি মান্ধানার রেকর্ড - ভারতের (India) প্রথম মেয়ে স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), যিনি গোলাপি টেস্টে সেঞ্চুরির বিরল কৃতিত্ব অর্জন করেছেন। এ ছাড়াও ভারতের হয়ে এ বছর সর্বোচ্চ রান রয়েছে স্মৃতির ঝুলিতে (৯ ইনিংসে ২৫৫ রান)। পাশাপাশি বিবিএলে তিনি সিডনি থান্ডার্সের মেলবোর্ন রেনেগেডসের বিরুদ্ধে ১১৪ রানের একটি দুরন্ত ইনিংসও উপহার দিয়েছেন ক্রিকেটপ্রেমীদের।

জো রুটের দুরন্ত কীর্তি - এ বছরটা বেশ ভালোই গেল জো রুটের (Joe Root)। দলের পারফরম্যান্স যেমনই হোক না কেন, নতুন কীর্তি গড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি রান করার দৌড়ে সচিন-গাভাসকরের রেকর্ডকে টপকে গেলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।

ভারতীয় ক্রিকেটে কোহলি বনাম বিসিসিআই কাণ্ড - ভারতীয় ক্রিকেট সাক্ষী থাকল এক নতুন বিতর্কের। টি-২০ ক্রিকেটের ক্যাপ্টেন্সি স্বেচ্ছায় ছাড়লেও, বিরাটকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে নির্বাচকরা সরিয়ে দিয়েছে। যদিও আগে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, বোর্ড চায়নি টি-২০ নেতৃত্ব থেকে বিরাট নিজেকে সরিয়ে নিন। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন বিরাট। যার ফলে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে তাঁকে সরানোর যুক্তি হিসেবে কাজ করেছে টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত। কিন্তু প্রোটিয়া সফরে যাওয়ার আগে ভিকে জানিয়ে দেন, ‘টেস্ট টিম বাছার দেড় ঘণ্টা আগে জানতে পেরেছিলাম, আমি ওয়ান ডে টিমের ক্যাপ্টেন নই।’ বিরাটের এই মন্তব্যের পর থেকেই সৌরভের বোর্ড রীতিমতো প্রশ্নের মুখে পড়েছিল।

টিম পেইনের কারণে অস্ট্রেলিয়া ক্রিকেটে সরগরম - সেক্সটিং কাণ্ডে নাম জড়ানোর ফলে অ্যাসেজ সিরিজের আগে হঠাৎ করে নিজেকে অজি অধিনায়কের পদ থেকে সরিয়ে নেন টিম পেইন। ফলে তড়িঘড়ি নতুন ক্যাপ্টেনের খোঁজে নেমে পড়ে ক্রিকেট অস্ট্রেলিয়া। যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া পেইন ক্রিকেটের সব ধরণের ফরম্যাট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিও নিয়েছেন।

টি-২০ ক্রিকেটে পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ানের দাপট - ২০২১ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে দাপট দেখিয়েছেন পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ান। এক ক্যালেন্ডার বর্ষে ১০টির বেশি হাফসেঞ্চুরি ও ১০০-র বেশি চার মেরেছেন রিজওয়ান। এবং এ বারের টি-২০ বিশ্বকাপের সব থেকে রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় দু'নম্বরে রয়েছেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। বিশ্বকাপের ৬ ম্যাচে ২৮১ রান এসেছে রিজওয়ানের ব্যাট থেকে।