রান্নায় প্রায়শই রাইস ব্র্যান অয়েল ব্যবহার করে থাকেন। এটি রান্নাঘরের অতি সাধারণ উপাদান। কিন্তু এই তেল দিয়ে রূপচর্চার কথা ভেবে দেখেছেন? হ্যাঁ, রাইস ব্র্যান অয়েল দিয়েও আপনি ত্বক ও চুলের যত্ন নিতে পারবেন। কীভাবে, চলুন দেখে নেওয়া যাক...
রাইস ব্র্যান অয়েলের মধ্যে ওমেগা-৩ এবং ওমেগা-৬ রয়েছে। এই উপাদানগুলো চুলের জন্য ভীষণ উপকারী। আপনার যদি ফ্রিজি হেয়ারের সমস্যা থাকে তাহলে আপনি রাইস ব্র্যান অয়েল দিয়ে চুলে মালিশ করতে পারেন।
সূর্যের ক্ষতিকারক রশ্মি ত্বকের মারাত্মক ক্ষতি করে। এই ক্ষেত্রে ত্বকের উপর আপনি রাইস ব্র্যান অয়েল ব্যবহার করতে পারেন। হাতে মাত্র দু'ফোঁটা রাইস ব্র্যান অয়েল নিয়ে ত্বকের উপর মালিশ করুন যতক্ষণ না ত্বক তেল শুষে নেয়। এটি ত্বকের উপর প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করবে।
রাইস ব্র্যান অয়েলের প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এটি ত্বক থেকে মেকআপ অপসারণ করতে সাহায্য করে। পাশাপাশি এতে ভিটামিন ই রয়েছে। মেকআপ রিমুভার করতে এই তেল ব্যবহার করলে ত্বকের কোমলভাব বজায় থাকে।
রাইস ব্র্যান অয়েলের মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট চুলের অকাল পক্কতা রোধ করতে সাহায্য করে। ২-৩ ফোঁটা রাইস ব্র্যান অয়েল নিয়ে চুলে মালিশ করুন। এরপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু'বার এই পদ্ধতি মেনে চললে আপনি চুলের অকাল পক্কতা রোধ করতে পারবেন।
চোখের নীচে কালশিটে দাগ আপনার সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? ১ ফোঁটা রাইস ব্র্যান অয়েল নিয়ে চোখের নীচে মালিশ করুন। এতে চোখের নীচের অংশের রক্ত সঞ্চালন উন্নত হবে এবং ধীরে ধীরে চোখের ফোলাভাব এবং কালচে দাগ দূর হয়ে যাবে।