ISL 2021-22: দেখে নিন আইএসএলে ডার্বি ম্যাচ কবে?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 13, 2021 | 2:05 PM

আজ, সোমবার আইএসএল (ISL) ২০২১-২২ মরশুমের প্রথম এগারো রাউন্ডের সূচি ঘোষণা করল ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (FSDL)। এ বারের আইএসএলের মহাযজ্ঞ আয়োজিত হচ্ছে গোয়ায়। ১৯ নভেম্বর শুরু হচ্ছে এ বারের আইএসএল। কলকাতা ডার্বি (Kolkata Derby) নিয়ে ফের একবার উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিল। আইএসএলে কলকাতা ডার্বির প্রথম ম্যাচটি হবে ২৭ নভেম্বর।

1 / 4
এ বারের আইএসএলের (ISL) প্রথম ম্যাচে (১৯ নভেম্বর) কেরালা ব্লাস্টারের মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। (সৌজন্যে-ইন্ডিয়ান সুপার লিগ টুইটার)

এ বারের আইএসএলের (ISL) প্রথম ম্যাচে (১৯ নভেম্বর) কেরালা ব্লাস্টারের মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। (সৌজন্যে-ইন্ডিয়ান সুপার লিগ টুইটার)

2 / 4
কলকাতা ডার্বির (Kolkata Derby) জন্য বেশিদিন অপেক্ষা করতে হবে না দুই দলের সমর্থকদের। এ বারের আইএসএলে ২৭ নভেম্বর কলকাতা ডার্বির প্রথম ম্যাচ। (সৌজন্যে-এটিকে মোহনবাগান টুইটার)

কলকাতা ডার্বির (Kolkata Derby) জন্য বেশিদিন অপেক্ষা করতে হবে না দুই দলের সমর্থকদের। এ বারের আইএসএলে ২৭ নভেম্বর কলকাতা ডার্বির প্রথম ম্যাচ। (সৌজন্যে-এটিকে মোহনবাগান টুইটার)

3 / 4
২১ নভেম্বর এ বারের আইএসএল অভিযান শুরু করবে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। (সৌজন্যে-ইন্ডিয়ান সুপার লিগ টুইটার)

২১ নভেম্বর এ বারের আইএসএল অভিযান শুরু করবে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। (সৌজন্যে-ইন্ডিয়ান সুপার লিগ টুইটার)

4 / 4
শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তিজয় কাটিয়ে নতুন রুপে আইএসএলে ফের আত্মপ্রকাশ লাল-হলুদের। (সৌজন্যে-ইন্ডিয়ান সুপার লিগ টুইটার)

শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তিজয় কাটিয়ে নতুন রুপে আইএসএলে ফের আত্মপ্রকাশ লাল-হলুদের। (সৌজন্যে-ইন্ডিয়ান সুপার লিগ টুইটার)

Next Photo Gallery