High Altitude Destinations: করোনাকে সঙ্গী করেই ঘুরে আসুন বিশ্বের সেরা উচ্চতম শহরগুলিতে! দেখুন ছবিতে
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Jan 09, 2022 | 9:02 PM
করোনা তো সঙ্গী আছেই, শহরের সমস্ত দূষণ ও ধুলো থেকে মুক্তি পেতে চান? সারা বিশ্বের মায়াবী পর্বতের মোহ থেকে বঞ্চিত আছেন? তাহলে সেই মেজাজকে ফিরিয়ে আনতে পাড়ি দেওয়া উচিত বিশ্বের সেরা উচ্চতম জায়গাগুলিতে।
1 / 7
সমতলের বাসিন্দাদের কাছে পাহাড়-পর্বত অত্যন্ত প্রিয় ও কাছের একটি গন্তব্য়স্থল হয়। পাহাড়ের কোলে সবুজে ঘেরা শহরকে দেখার যে কী অনুভূতি তা বলার নয়। ঠান্ডা আবহাওয়া, মনোরম পরিবেশ, বরফে ঢাকা পর্বতের শৃঙ্গ, সখানকার সংস্কৃতি, খাওয়াদাওয়া সবকিছুই যেন ভিন্ন।
2 / 7
লা পাজ, বলিভিয়া- বিশ্বের সর্বোচ্চ রাজধানী, লা পাজ আন্দিজের আল্টিপ্লানো মালভূমিতে অবস্থিত। তুষার-ঢাকা ৬৪৩৮ মিটার উঁচু মাউন্ট ইলিমানির কোলে সুন্দর গোছানো একটি শহর।
3 / 7
কুসকো, পেরু- পেরুভিয়ান আন্দিজের একটি শহর, কুসকো। প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ এবং স্প্যানিশ ঔপনিবেশিক স্থাপত্যের জন্য পরিচিত। ইনকা সাম্রাজ্যের রাজধানী, এটি মাচু পিচুর প্রবেশদ্বার, আন্দিয়ান চূড়া থেকে অর্কিড-সমৃদ্ধ ঘন জঙ্গলের মধ্যে প্রাচীন একটি শহর।
4 / 7
লাসা, তিব্বত- তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইয়ারলুং জাংবো (সাংপো) নদীর একটি উপনদী লাসা নদীর কাছে ন্যাইনকেন্টংলা পর্বতমালায় অবস্থিত। লাসায় ১৭ শতকের পাটোলা প্রাসাদ একসময় দালাই লামার শীতকালীন বাড়ি হিসাবে পরিচিত ছিল।
5 / 7
কুইটো, ইকুয়েডর- আন্দিয়ান পাদদেশে দুটি সক্রিয় আগ্নেয়গিরির তুষারাবৃত চূড়া দ্বারা আচ্ছন্ন এই জায়গাটি । ইকুয়েডরের রাজধানী প্রাচীন ইনকান শহরের ভিত্তির উপর নির্মিত হয়েছিল। এটি সুসংরক্ষিত ঔপনিবেশিক কেন্দ্রের জন্যও বিখ্যাত।
6 / 7
সিমলা, ভারত- উত্তর ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলা হিমালয়ের পাদদেশে অবস্থিত। ভারতে এই সবচেয়ে জনপ্রিয় হানিমুন গন্তব্যটি একসময় ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ছিল।
7 / 7
সান্তা ফে, মার্কিন যুক্তরাষ্ট্র- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম এবং সর্বোচ্চ রাজ্যের রাজধানী, সান্তা ফে। নিউ মেক্সিকোতে সাংগ্রে দে ক্রিস্টো পাদদেশে অবস্থিত এই রাজ্য। স্প্যানিশ, পুয়েবলো ইন্ডিয়ান এবং আধুনিক আমেরিকান ঐতিহ্যের শৈল্পিক মিশ্রণের জন্য পরিচিত।