Iran Hijab Row : হিজাবে আগুন, জ্বলছে ইরান, মৃত বেড়ে ৩১
TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল
Sep 23, 2022 | 11:29 AM
Hijab Row In Iran : আমিনির মৃত্যুর পর ফুঁসছে ইরান। সেখানে হিজাব বিধি তোয়াক্কা না করে হিজাব খুলে পুড়িয়ে দিচ্ছেন মহিলারা। পথে নেমে চুল কাটতেও দেখা গিয়েছে সেখানে।
1 / 7
আপনি কি জানেন ইরানে হাওয়ায় চুল ওড়ানো এক গর্হিত অপরাধ? হ্য়াঁ! এই উক্তি দেওয়া পোস্টার হাতেই ইরানের রাজপথে বিক্ষোভে সামিল হয়েছেন হাজার হাজার ইরানের নাগরিক। ইরানে কঠোর পোশাকবিধি রয়েছে। সেখানে মুসলিম মহিলাদের হিজাব পরায় বাধ্যবাধকতা রয়েছে। অন্যথায় কঠোর শাস্তির মুখোমুখিও হতে পারেন তাঁরা। কয়েক সপ্তাহ আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এই বিষয়ে কড়া নির্দেশিকা দিয়েছিলেন। (ছবি সৌজন্যে : AP)
2 / 7
কিন্তু সেই নির্দেশিকা মেনে যথাযথভাবে হিজাব পরেননি ২২ বছর বয়সী মাহসা আমিনি। তারপর সাক্কেজ শহরের বাসিন্দা আমিনি তেহরানে 'নীতি পুলিশের' নজরে পড়েন। পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হয়। তারপর থেকে দেশ জুড়ে শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ। (ছবি সৌজন্যে : AP)
3 / 7
বিক্ষোভের আঁচ ক্রমশ বাড়ছে। ইরানের পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে এখন ধীরে ধীরে গোটা দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভের আগুনের (ছবি সৌজন্যে : AP)ফুলকি।
4 / 7
ইরানে মহিলাদের হিজাব পরা বাধ্যতামূলক। এবং তা যথাযথভাবে। একটুও এদিক ওদিক হলে তা অপরাধ হিসেবে গণ্য করা হয়। আমিনির মৃত্যুর পর সেই কঠোর বিধি ভেঙেছেন কয়েক হাজার মহিলা।(ছবি সৌজন্যে : AP)
5 / 7
নিজেদের হিজাব খুলে আকাশে উড়িয়েছেন তাঁরা। একাধিক জায়গায় পুড়ানো হয়েছে হিজাবও। প্রকাশ্যে কেটেছেন নিজের চুলও। মহিলাদের চুল কাটার সময় তারস্বরে পাশ থেকে পুরুষদের উৎসাহ দিতে দেখা গিয়েছে। (ছবি সৌজন্যে : AFP)
6 / 7
বিক্ষোভে ফুঁসছে ইরান। সেখানে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল মহিলা-পুরুষ সকলে। তাঁরা আমিনির মৃত্যু মেনে নিতে পারছেন না। প্রশ্ন করছেন ইরানের হিজাব আইনকে। প্রতিবাদ মিছিল থেকে প্রেসিডেন্টের মৃত্যু হোক, এমন স্লোগানও উঠেছে। (ছবি সৌজন্যে : AP)
7 / 7
এদিকে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে, লাঠিচার্জ করে, গুলি চালিয়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে নিরাপত্তা রক্ষী ও পুলিশ। এখনও পর্যন্ত বিক্ষোভে ইরানে মৃত বেড়ে ৩১। (ছবি সৌজন্যে : AP)