Babasaheb Purandare Died: ৯৯ বছরে প্রয়াত ঐতিহাসিক বাবাসাহের পুরান্দরে, শোকে বিহ্বল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 15, 2021 | 4:57 PM

Babasaheb Purandare, জন্মসূত্রে তাঁর নাম ছিল বলবন্ত মোরেশ্বর পুরন্দরে। বাবাসাহেব নামে তিনি ছত্রপতি শিবাজির ওপর অসংখ্য বই লিখেছেন।

1 / 5
মুম্বই: প্রবীণ পদ্ম বিভূষণ প্রাপ্ত ঐতিহাসিক বাবাসাহেব পুরন্দরে (Historian Babasaheb Purandare) ৯৯ বছর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দু'দুনি আগেই বার্ধক্যজনিত সমস্যা কারণে মহারাষ্ট্রের পুণের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ ঐতিহাসিককে। হাসপাতাল সূত্রে খবর তাঁকে ভেন্টি লেটর সাপোর্টে রাখা হয়েছিল। আজ, সোমবার ভোর ৫ টায় পরলোক গমন করেন বাবা সাহেব। তাঁর মৃত্যুতে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার কথা ঘোষণা করেছেন। ছবি: টুইটার

মুম্বই: প্রবীণ পদ্ম বিভূষণ প্রাপ্ত ঐতিহাসিক বাবাসাহেব পুরন্দরে (Historian Babasaheb Purandare) ৯৯ বছর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দু'দুনি আগেই বার্ধক্যজনিত সমস্যা কারণে মহারাষ্ট্রের পুণের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ ঐতিহাসিককে। হাসপাতাল সূত্রে খবর তাঁকে ভেন্টি লেটর সাপোর্টে রাখা হয়েছিল। আজ, সোমবার ভোর ৫ টায় পরলোক গমন করেন বাবা সাহেব। তাঁর মৃত্যুতে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার কথা ঘোষণা করেছেন। ছবি: টুইটার

2 / 5
প্রবীণ ঐতিহাসিকের মৃত্যে শোকাহত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi )। পরপর করা প্রধানমন্ত্রীর তিনটি টুইট দৃশ্যতই বুঝিয়ে দিচ্ছিল যে এই মৃত্যুকে এখনও মনে নিতে পারছেন না তিনি। প্রথম টুইটে মোদী লেখেন, "আমার যন্ত্রণা বোঝানোর কোনও ভাষা নেই। বাবাসাহেব পুরন্দরের মৃত্যু ইতিহাস ও সংস্কৃতি জগতে এক বড় শূন্যতা তৈরি করবে। তাঁকে ধন্যবাদ জানাই, কারণ তাঁর জন্যই পরবর্তী প্রজন্ম আরও গভীরভাবে ছত্রপতি শিবাজি মহারাজকে চিনবে। তাঁর অন্যান্য কাজও স্মরণীয় হয়ে থাকবে।" ছবি: টুইটার

প্রবীণ ঐতিহাসিকের মৃত্যে শোকাহত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi )। পরপর করা প্রধানমন্ত্রীর তিনটি টুইট দৃশ্যতই বুঝিয়ে দিচ্ছিল যে এই মৃত্যুকে এখনও মনে নিতে পারছেন না তিনি। প্রথম টুইটে মোদী লেখেন, "আমার যন্ত্রণা বোঝানোর কোনও ভাষা নেই। বাবাসাহেব পুরন্দরের মৃত্যু ইতিহাস ও সংস্কৃতি জগতে এক বড় শূন্যতা তৈরি করবে। তাঁকে ধন্যবাদ জানাই, কারণ তাঁর জন্যই পরবর্তী প্রজন্ম আরও গভীরভাবে ছত্রপতি শিবাজি মহারাজকে চিনবে। তাঁর অন্যান্য কাজও স্মরণীয় হয়ে থাকবে।" ছবি: টুইটার

3 / 5
দ্বিতীয় টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "বাবাসাহেব পুরন্দরে ছিলেন বুদ্ধিমান, জ্ঞানী। ভারতীয় ইতিহাস সম্পর্কে তাঁর অগাধ জ্ঞান ছিল। দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।" ছবি: টুইটার

দ্বিতীয় টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "বাবাসাহেব পুরন্দরে ছিলেন বুদ্ধিমান, জ্ঞানী। ভারতীয় ইতিহাস সম্পর্কে তাঁর অগাধ জ্ঞান ছিল। দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।" ছবি: টুইটার

4 / 5
তৃতীয় টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শিবশাহির বাবাসাহেব পুরন্দরে তাঁর বিস্তৃত কাজের কারণে সবার মনে বেঁচে থাকবেন। এই দুঃসময়ে আমি তাঁর পরিবার এবং অগণিত ভক্তদের সাথে রয়েছি। ওম শান্তি।" ছবি: টুইটার

তৃতীয় টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শিবশাহির বাবাসাহেব পুরন্দরে তাঁর বিস্তৃত কাজের কারণে সবার মনে বেঁচে থাকবেন। এই দুঃসময়ে আমি তাঁর পরিবার এবং অগণিত ভক্তদের সাথে রয়েছি। ওম শান্তি।" ছবি: টুইটার

5 / 5
জন্মসূত্রে তাঁর নাম ছিল বলবন্ত মোরেশ্বর পুরন্দরে। বাবাসাহেব নামে তিনি ছত্রপতি শিবাজির ওপর অসংখ্য বই লিখেছেন। ইতিহাস চর্চা ও ইতিহাস গবেষণায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাবাসাহেব। ২০১৯ সালে বাবাসাহেব পুরন্দরেকে দেশের সেরা দ্বিতীয় নাগরিক সম্মান পদ্ম বিভূষণে পুরস্কৃত করে কেন্দ্রীয় সরকার। ২০১৫ সালে তিনি মহারাষ্ট্র ভূষণ পুরস্কার পেয়েছিলেন। তার লেখা ও পরিচালনায় "জনতা রাজা" নামক নাটকটিতে ২০০ জন কলাকুশলী অভিনয় করেছিল। এই নাটকটি পাঁচটি ভাষায় অনুবাদ করা হয়েছিল। ছবি: টুইটার

জন্মসূত্রে তাঁর নাম ছিল বলবন্ত মোরেশ্বর পুরন্দরে। বাবাসাহেব নামে তিনি ছত্রপতি শিবাজির ওপর অসংখ্য বই লিখেছেন। ইতিহাস চর্চা ও ইতিহাস গবেষণায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাবাসাহেব। ২০১৯ সালে বাবাসাহেব পুরন্দরেকে দেশের সেরা দ্বিতীয় নাগরিক সম্মান পদ্ম বিভূষণে পুরস্কৃত করে কেন্দ্রীয় সরকার। ২০১৫ সালে তিনি মহারাষ্ট্র ভূষণ পুরস্কার পেয়েছিলেন। তার লেখা ও পরিচালনায় "জনতা রাজা" নামক নাটকটিতে ২০০ জন কলাকুশলী অভিনয় করেছিল। এই নাটকটি পাঁচটি ভাষায় অনুবাদ করা হয়েছিল। ছবি: টুইটার

Next Photo Gallery