Bangla News Photo gallery Hockey captain Manpreet Singh to be flagbearer along with PV Sindhu at Commonwealth Games 2022 Opening Ceremony
CWG 2022: বার্মিংহ্যাম কমনওয়েলথের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক সিন্ধু-মনপ্রীত
আজ, বৃহস্পতিবার মাঝরাতে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। অলিম্পিকে দু'বারের পদকজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধুর পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বইবেন টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংও।