
বিদায় নিয়েছে শীত। বইছে দখিনা বাতাস। গাছে ভরা সজনে ফুল, ডাঁটা। এছাড়াও বাহারি হলুদ, লাল ফুলে ভরেছে গাছ। আগুন রঙা কৃষ্ণচূড়ায় ছেয়েছে রাস্তা। সকাল থেকে একটানা কোকিলের কুহুস্বর জানান দিচ্ছে যে বসন্ত এসে গিয়েছে দোরগোড়ায়।

রাস্তায় ইতিমধ্যে আবির বিক্রি শুরু হয়ে গিয়েছে। বসন্ত উৎসবের আয়োজন প্রায় সারা। এই বছর প্রায় প্রতিটি পাড়াতেই আয়োজন করা হয়েছে রঙের উৎসবের। গত তিন বছর করোনার কারণে দোলের উৎসবে বিশেষ মাতামাতি ছিল না।

তবে এবছর সকলেই রঙের উৎসবে মেতে ওঠার জন্য নিজেকে প্রস্তুতত করছেন। পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে শান্তিনিকেতন, ঝাড়গ্রাম কোথাও খালি নেই ট্যুরিস্ট লজ। টানা ২ দিনের ছুটিতে সকলেই ঘুরতে যেতে চাইছেন।

তবে রং কেনার আগে কিছু বিষয় মাথায় রাখুন। আনন্দ করতে গিয়ে যেন বিপদ না ঘনিয়ে আসে। তাই ভেষজ আবির ব্যবহার করলে সবচাইতে ভাল। বাজারচলতি রং আদৌ ভাল কিনা তা দেখে নিয়ে তবেই কিনুন।

চুলে আবির লাগলে চুল রুক্ষ্ম হয়ে যায়। আবিরের গুঁড়ো অনেকদিন পর্যন্ত চুলের গোড়ায় আটকে থাকে। তাই প্রয়োজন হলে দোলের আগেই চুলের ডগা ছেঁটে রাখুন। এতে চুল নষ্ট হবে না আর দেখতেও লাগবে ভাল।

দোলের দুদিন আগে থেকে শ্যাম্পু করবেন না। এতে চুলের যে প্রাকৃতিক তৈলাক্ত ভাব তা বজায় থাকবে। চুল বেশি তেলতেলে থাকলে তখন রং বসার কোনও সুযোগ থাকবে না। খারাপ রঙের হাত থেকে চুল রক্ষা পাবে।

রং খেলতে যাওয়ার আগে চুলে ভাল করে নারকেল তেল লাগিয়ে নিন। তাহলে চুল অনেক বেশি নরম থাকবে। ঝরে পড়বে না। প্রাকৃতিক ভাবে কন্ডিশনার হিসেবেও কাজ করে নারকেল তেল।