
দেশজুড়ে ভোট উৎসব। চলছে লোকসভা নির্বাচন। আজ পঞ্চম দফার ভোট গ্রহণ। এই দফায় মোট ৪৯টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। সকলকে ভোটদানে জন্য আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভোটে অংশগ্রহণ বাড়াতে সরকারি, বেসরকারি অফিসের ছুটি দেওয়ার নিয়ম রয়েছে। অনেক অফিসেই ছুটি থাকছে ভোটের দিনগুলিতে।

জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-র ১৩৫বি ধারা অনুযায়ী, যে কোনও পেশার সঙ্গে যুক্ত কর্মীরাই ভোটের দিন ছুটি পেতে পারেন। এক্ষেত্রে অফিস ছুটি দিতে বাধ্য।

যদি কোনও অফিস ছুটি দিতে অস্বীকার করে, তবে তাদের বিরুদ্ধে অভিযোগ জানালে জরিমানা ও শাস্তি হতে পারে।

আইন অনুযায়ী, ভোটের দিন ছুটি দিলে, তার বদলে কর্মচারীদের অন্য কোনও ছুটির দিনে কাজ করানো যায় না।

যারা কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন, তারাও ভোট দেওয়ার জন্য ছুটি পাবেন।

তবে জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-র ১৩৫বি(৪)-র ধারা অনুযায়ী, যদি কোনও কর্মীর অনুপস্থিতিতে কর্মস্থলে সমস্যা হতে পারে বা কাজে ক্ষতি পারে, তবে সেক্ষেত্রে তারা ছুটি পাবেন না।

বর্তমানে অনেক অফিসে সম্পূর্ণ দিন ছুটি না দেওয়া হলেও, কর্মীদের ভোট দেওয়ার জন্য কয়েক ঘণ্টা আগে ছুটি দেওয়া হয়।