
আপেল বেটে বগলের কালো অংশে প্রয়োগ করুন, এতে দূর হয়ে যাবে দাগ ছোপ তার সঙ্গে কমবে ঘামের দুর্গন্ধও।

কমলালেবুর খোসাকে শুকনো করে গুঁড়ো করে নিন। তার সঙ্গে গোলাপ জল মিশিয়ে তৈরি করুন স্ক্রাবার। এতেও দূর হবে আপনার বাহুমূলের কালো দাগ ছোপ।

ত্বককে এক্সফোলিয়েট করে কালো দাগ ছোপ, এমনকি ট্যান দূর করতে সহায়ক বেসন ও দইয়ের পেস্ট। ভাল ফল পেতে নিয়মিত ব্যবহার করুন এই প্যাক।

লেবুর রসে ভিটামিন সি আর প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট রয়েছে, সুতরাং লেবুকে গোল করে কেটে প্রভাবিত জায়গায় প্রয়োগ করতে পারেন।

বগল ও হাতে নিয়মিত ম্যাসাজ করুন নারকেল তেল দিয়ে। এতে দূর হবে বগলের কালো ছোপ এবং আপনি পাবেন ট্যানমুক্ত হাত।

মধুর সঙ্গে সমপরিমাণ লেবুর রস মিশিয়ে প্রয়োগ করুন আন্ডারআর্মসে। ১০ মিনিট রাখার পর গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে উপকার পাবেনই।

দু চামচ চন্দন গুঁড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়ে প্রয়োগ করুন প্রভাবিত অংশে, ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুব। নিয়মিত ব্যবহারে ফল পাবেন হাতে-নাতে।