Dark Underarms: আন্ডার আর্মসে কালো দাগ দূর করতে পার্লারে নয়, ঘরোয়া টোটকাতেই হবে সমাধান
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
May 13, 2022 | 10:33 PM
Home Remedies: শীতকালে সোয়েটারের ভিতরে লুকিয়ে রাখা সম্ভব। কিন্তু প্রখর রোদে আরামদায়ক ও স্টাইলিশ পোশাক পরতেই সকলে অভ্যস্ত। সেক্ষেত্রে আন্ডার আর্মসও লুকিয়ে রাখা সম্ভব নয়।
1 / 10
মুখের ত্বক নিয়ে বেজায় চিন্তিত সকলে। মুখ, হাত বা পায়ে কালো ছোপ দেখা দিলেই ভাবনায় পড়ে যাই সকলেই। নতুন স্লিভলেস বা অফ-শোল্ডার টপ পরতে গেলেই টনক নড়ে সকলের। কিনে ফেলেও জনসমক্ষে তা পরতে ভয় পাচ্ছেন?
2 / 10
শীতকালে সোয়েটারের ভিতরে লুকিয়ে রাখা সম্ভব। কিন্তু প্রখর রোদে আরামদায়ক ও স্টাইলিশ পোশাক পরতেই সকলে অভ্যস্ত। সেক্ষেত্রে আন্ডার আর্মসও লুকিয়ে রাখা সম্ভব নয়।
3 / 10
আন্ডার আর্মসে কালো দাগ তৈরি হওয়া কোনও মেডিকাল কন্ডিশন নয়, শেভিং, মৃত কোষ জমে , অত্যাধিক ঘাম জমে ও অনুপযুক্ত বায়ুচলাচল, নির্দিষ্ট কোন ওষুধ, ডিওড্রেন্ট ও হরমোন জনিত কারণে হতে পারে।
4 / 10
আপেল সিডার ভিনিগার হল ত্বকের জন্য অলরাউন্ডার। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামিনো ও ল্যাকটিক অ্যাসিড, যা ত্বকের মধ্যে জমে থাকা মৃত কোষ পরিস্কার করতে ও দাগ হঠাতে সাহায্য করে।
5 / 10
একটি পাত্রে ২ টেবিলস্পুন চিনি ও ২ টেবিলস্পুন অলিভ অয়েল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। সেটি বগলের জায়গায় ভিজিয়ে রেখে ২মিনিটের জন্য স্ক্রাব করুন। তারপর ৫-১০ মিনিটের জন্য রেখে জল দিয়ে ধুয়ে দিন।
6 / 10
প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে অ্যালোভেরা জেল পরিচিত। অ্যালোভেরার অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ত্বককে প্রশমিত করতে সাহায্য করে। একটি তাজা পাতা কেটে তা থেকে অ্যালোভেরা জেল বের করে নিন। এবার বগলে ১৫ মিনিটের জন্য রেখে ধুয়ে ফেলুন।
7 / 10
ত্বকে ব্লিচিংয়ের জন্য শসা অত্যন্ত কার্যকরী উপাদান। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। কালো হয়ে যাওয়া আন্ডার আর্মসে কয়েক মিনিটের জন্য শসার টুকরো দিয়ে ঘষুন। ১০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।
8 / 10
বেকিং সোডা ও লেবুর রসের পেস্ট হল একটি অসাধারণ এক্সফোলিয়েটর । ত্বকের ছিদ্রগুলি খুলে দিতে ও কালো হয়ে যাওয়া আন্জার আর্মসগুলিকে বিবর্ণ করতে সাহায্য করে। এই পেস্ট ব্যবহারের পর ময়েশ্চারাইজার অবশ্যই প্রয়োগ করবেন।
9 / 10
ত্বকের যত্নের জন্য ব্যয়বহুল কোনও পণ্য নয়, ঘরোয়া টোটকাতেই সারবে সব সমস্যা। মাত্র ২ টেবিলস্পুন মুলতানি মাটির সঙ্গে ১ চা চামচ লেবুর রস ও কয়েক ফোঁটা জল মিশিয়ে পেস্ট করুন। বগলে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
10 / 10
আলুর রস ডার্ক সার্কেল কমানোর জন্য বিখ্যাত। আন্ডার আর্মসে পিগমেন্টশন ও বিবর্ণ করার জন্য দুর্দান্ত। আলোর খোসা ছাড়িয়ে ছেকে তা থেকে রস বের করুন। এবার সেটি সরাসরি বগলে ১০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন।