
অ্যাপেল সাইডার ভিনেগার- অ্যাপেল সাইডার ভিনেগারও আলসারের সবচেয়ে কার্যকরী প্রতিকার। আসলে, এতে কিছু অ্যাসিডিক উপাদান রয়েছে যা আপনার ফোসকা তৈরি করে এমন ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এটি ব্যবহার করতে, এক চামচ গরম জলে এক চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে কিছুক্ষণ মুখে রেখে তারপর ফেলে দিন। তারপর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ঘি- ঘি আলসার নিরাময়েও কার্যকর বলে বিবেচিত হয়। আপনার আঙুলে কিছুটা ঘি নিন। এটি ফোসকাগুলির ওপরে লাগান। এটি আলসার থেকে মুক্তি পেতে সাহায্য করবে।

হলুদ- মুখের আলসারে হলুদ লাগালে উপকার পাওয়া যায়। এর জন্য হলুদের মধ্যে জল মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করতে হবে। এটি আলসারের উপর প্রয়োগ করতে হবে। এই পেস্টটি কিছুক্ষণ মুখে রেখে তারপর সেটা দিন। এরপর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

মধু- মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। আলসারের ব্যাকটেরিয়া দূর করতে এগুলো খুবই উপকারী। মুখে ফোস্কা পড়লে তুলোর প্যাডে এক চামচ মধু মিশিয়ে নিন। এবার এটি ওই আলসারের স্থানে প্রয়োগ করুন।

অ্যালোভেরা জেল- অ্যালোভেরা জেল আপনার মুখের আলসার নিরাময়ে সহায়ক হতে পারে। এর জন্য, আপনাকে সামান্য অ্যালোভেরার জেল নিয়ে আপনার ফোস্কার স্থানে লাগাতে হবে। এটি আপনাকে তাত্ক্ষণিক স্বস্তি দেবে।