
কিঞ্চিৎ শাহ (Kinchit Shah)। হংকংয়ের এই ক্রিকেটারের জন্ম মুম্বইতে (Mumbai)। পরিবার হংকং পাড়ি দেয়, কিঞ্চিৎয়ের বয়স তখন সবে তিন মাস। (ছবি : টুইটার)

কিঞ্চিৎয়ের বাবা দেবাং শাহ হীরের ব্যবসায়ী। মুম্বই, হংকং, নিউ ইয়র্কেও ব্যবসা রয়েছে। হংকং (Hongkong) টি ২০ লিগে দল কিনেছেন দেবাং শাহ। সেই টিমে খেলেছেন ড্যারেন সামির মতো তারকা ক্রিকেটার। (ছবি : টুইটার)

কোটিপতি পরিবারের ক্রিকেটার কিঞ্চিৎ শাহর পারফরম্যান্স নজর কাড়া। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি উইকেটরক্ষণও পারেন কিঞ্চিৎ। হংকং জাতীয় দলের সহ অধিনায়কও তিনি। (ছবি : টুইটার)

আন্তর্জাতিক টি ২০ তে ৪৩ ম্যাচে ৬৩৩ রান করেছেন। তিনটি অর্ধশতরান করেছেন। স্ট্রাইক রেট ১০৭। (ছবি : টুইটার)

টি ২০ তে উইকেট নিয়েছেন ১১ টি। গত এশিয়া কাপে (ওয়ান ডে ফরম্যাট) ভারতের (India vs Hongkong) বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করেছিলেন কিঞ্চিৎ। (ছবি : টুইটার)